২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বার্ষিক মুদ্রাস্ফীতি প্রতিবেদন ইস্যুতে বরখাস্ত তুরস্কের পরিসংখ্যান বিভাগের প্রধান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান - ছবি : সংগৃহীত

তুরস্কের বার্ষিক মুদ্রাস্ফীতি বিষয়ক এক প্রতিবেদন প্রকাশের জেরে দেশটির পরিসংখ্যান বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

গত বছর তুরস্কের মুদ্রাস্ফীতি হার ৩৬.১ শতাংশ এবং গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি চলছে বলে তথ্য প্রকাশ করে দেশটির পরিসংখ্যান অধিদফতর। এরপরই তুরস্কের পরিসংখ্যান বিভাগের প্রধান সাইদ এরতাল দিনচারকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এখন থেকে সাইদ এরতাল দিনচার তুরস্কের পরিসংখ্যান বিভাগ টিউইকের কোনো পদে থাকবেন না।

সম্প্রতি তুরস্কের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রধানকে বরখাস্ত করেছেন এরদোগান। ২০১৯ সালের জুলাই মাস থেকে এখন পর্যন্ত তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের তিন গভর্নরকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান দেশটিতে প্রচলিত উচ্চহারে সুদ প্রদানের রীতি বন্ধ করেছেন। রজব তাইয়েব এরদোগান মনে করেন, তুরস্কে প্রচলিত এ উচ্চহারের সুদই হলো বর্তমান মুদ্রাস্ফীতির কারণ। যদিও গতানুগতিক অর্থনীতিতে উল্টো একটি ধারণা প্রচলিত আছে।

উল্লেখ্য, তুরস্কের পরিসংখ্যান বিভাগের প্রধান সাইদ এরদাল দিনচার সাম্প্রতিক মুদ্রাস্ফীতি নিয়ে যে সকল তথ্য প্রকাশ করেছেন, তাতে তুরস্কের সরকারি ও বিরোধী দলের সদস্যরা ভীষণ অসন্তুষ্ট।

তুরস্কের সরকারি দলের সমর্থকরা দেশটির পরিসংখ্যান বিভাগের সমালোচনা করে দাবি করছেন, মুদ্রাস্ফীতি ইস্যুতে এমন প্রতিবেদন প্রকাশ করে তুরস্কের অর্থনীতিকে একটি দুর্বল অর্থনীতি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে।

অপরদিকে তুরস্কের বর্তমান সরকারবিরোধীরা দাবি করেছেন, তুরস্কের পরিসংখ্যান বিভাগের প্রতিবেদনে অনেক তথ্য গোপন করা হয়েছে।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

সকল