বার্ষিক মুদ্রাস্ফীতি প্রতিবেদন ইস্যুতে বরখাস্ত তুরস্কের পরিসংখ্যান বিভাগের প্রধান
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ জানুয়ারি ২০২২, ১৬:৪০, আপডেট: ৩০ জানুয়ারি ২০২২, ১৬:৫৩
তুরস্কের বার্ষিক মুদ্রাস্ফীতি বিষয়ক এক প্রতিবেদন প্রকাশের জেরে দেশটির পরিসংখ্যান বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
গত বছর তুরস্কের মুদ্রাস্ফীতি হার ৩৬.১ শতাংশ এবং গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি চলছে বলে তথ্য প্রকাশ করে দেশটির পরিসংখ্যান অধিদফতর। এরপরই তুরস্কের পরিসংখ্যান বিভাগের প্রধান সাইদ এরতাল দিনচারকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এখন থেকে সাইদ এরতাল দিনচার তুরস্কের পরিসংখ্যান বিভাগ টিউইকের কোনো পদে থাকবেন না।
সম্প্রতি তুরস্কের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রধানকে বরখাস্ত করেছেন এরদোগান। ২০১৯ সালের জুলাই মাস থেকে এখন পর্যন্ত তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের তিন গভর্নরকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান দেশটিতে প্রচলিত উচ্চহারে সুদ প্রদানের রীতি বন্ধ করেছেন। রজব তাইয়েব এরদোগান মনে করেন, তুরস্কে প্রচলিত এ উচ্চহারের সুদই হলো বর্তমান মুদ্রাস্ফীতির কারণ। যদিও গতানুগতিক অর্থনীতিতে উল্টো একটি ধারণা প্রচলিত আছে।
উল্লেখ্য, তুরস্কের পরিসংখ্যান বিভাগের প্রধান সাইদ এরদাল দিনচার সাম্প্রতিক মুদ্রাস্ফীতি নিয়ে যে সকল তথ্য প্রকাশ করেছেন, তাতে তুরস্কের সরকারি ও বিরোধী দলের সদস্যরা ভীষণ অসন্তুষ্ট।
তুরস্কের সরকারি দলের সমর্থকরা দেশটির পরিসংখ্যান বিভাগের সমালোচনা করে দাবি করছেন, মুদ্রাস্ফীতি ইস্যুতে এমন প্রতিবেদন প্রকাশ করে তুরস্কের অর্থনীতিকে একটি দুর্বল অর্থনীতি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে।
অপরদিকে তুরস্কের বর্তমান সরকারবিরোধীরা দাবি করেছেন, তুরস্কের পরিসংখ্যান বিভাগের প্রতিবেদনে অনেক তথ্য গোপন করা হয়েছে।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা