আরো দু’পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করবে তুরস্ক : এরদোগান
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ নভেম্বর ২০২১, ১৭:৪১, আপডেট: ১১ নভেম্বর ২০২১, ১৭:৪১
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আক্কুয়ু বিদ্যুৎকেন্দ্র তৈরি করার পর তুরস্ক আরো দু’পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে। মঙ্গলবার এরদোগান এমন বক্তব্য দেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু নিউজ এজেন্সি।
আনাদোলু নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, তুরস্ক ২০২৩ সালে আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম উইনিট চালু করার কথা ভাবছে। ৯ নভেম্বর তারিখে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এমন তথ্য দিয়েছেন। তুরস্কের জ্বালানি বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এনার্জি মার্কেট রেগুলেশন ইনস্টিটিউটের একটি ভবন উদ্বোধনের সময় এরদোগান এমন তথ্য দেন।
রজব তাইয়েব এরদোগান বলেন, যখন বিশ্বের ৩২ দেশে ৪৪৩ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু আছে সেখান তুরস্কের একটিও নিজস্ব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র না থাকাটা হবে এক ধরনের গাফিলতি। এটা হবে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা স্বরূপ।
তিনি আরো বলেন, যারা তুরস্কের এ নির্মল ও পরিবেশ দূষণমুক্ত পারমাণবিক বিদ্যুৎ প্রাপ্তির বিষয়ে (বিরুদ্ধচারণ করে) কথা বলছে তারা আসলে পরিবেশ নিয়ে ভাবছে না। তাদের আসলে অন্য কোনো এজেন্ডা আছে।
এদিকে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বলেছেন যে তার শঙ্কা আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চেরনোবিলের মতো দুর্ঘটনা ঘটতে পারে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা