২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাইডেন-এরদোগান বৈঠক গ্লাসগোতে

বৈঠকে বসছে এরদোগান ও বাইডেন। - ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহে স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু পরিবর্তন নিয়ে শীর্ষ বৈঠকে যোগ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার বৈঠক হবে।

বাইডেনের সাথে বৈঠকে এফ-৩৫ ফাইটার জেট বিতর্ক নিয়ে কথা বলবেন এরদোগান। বুধবার আজারবাইজান সফর শেষে এরদোগান বলেছেন, ‘রোম নয়, খুব সম্ভবত আমরা গ্লাসগোতে বৈঠকে বসব। সেখানে আমি এফ-৩৫ বিতর্ক নিয়ে বাইডেনের সাথে কথা বলব।’

আগামী সপ্তাহে গ্লাসগোতে এই শীর্ষ সম্মেলন হবে। সেখানেই আলাদা করে বাইডেন-এরদোগান বৈঠক হবে।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল কেনার জন্য তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করতে অস্বীকার করে আমেরিকা। কিন্তু তুরস্ক এই যুদ্ধবিমান কেনার জন্য আমেরিকাকে ১৪০ কোটি ডলার দিয়েছিল। আমেরিকা প্রস্তাব দিয়েছে, ওই অর্থের বিনিময়ে তারা তুরস্ককে এফ-১৬ বিক্রি করতে রাজি।

এরদোগান বলেছেন, ‘আমরা এফ-৩৫ কেনার জন্য ১৪০ কোটি ডলার দিয়েছি। সেই অর্থ এখন আমেরিকা কীভাবে ফেরত দেবে, তা নিয়ে বাইডেনের সাথে কথা বলব।’

বাইডেন এবং এরদোগান দুজনেই কপ২৬ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সেখানেই দুই নেতার আলাদা করে বৈঠক হওয়ার কথা আছে।

রাষ্ট্রদূত-বিতর্ক
তুরস্কের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার জন্য এরদোগান আমেরিকা, জার্মানিসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে পার্সোনা নন গ্রাটা (অগ্রহণযোগ্য ব্যক্তি) বলে ঘোষণা করেছিলেন। তার পরের ধাপই হলো, রাষ্ট্রদূতদের বহিষ্কার করা। কিন্তু এরপর এরদোগান এক পা পিছিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রদূতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। রাষ্ট্রদূতরা মানবাধিকার কর্মী ও জেলে বন্দী ওসমান কাভালাকে সমর্থন জানিয়েছিলেন। পরে তারা একটি বিবৃতি দিয়ে বলেন, তুরস্কের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা আর মন্তব্য করবেন না। এরপরই এরদোগান তার সাথে বাইডেনের বৈঠক নিয়ে কথা বললেন।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement