‘আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তিচুক্তি আঞ্চলিক কল্যাণ বয়ে আনবে’
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:৩১, আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৩
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মুখপাত্র বলেছেন, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তিচুক্তি আঞ্চলিক কল্যাণ বয়ে আনবে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
হ্যাবার গ্লোবালকে দেয়া সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালান বলেছেন, কারাবাখ অঞ্চলের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের সমাধান প্রয়োজন। দু’দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়েছে। কিন্তু, এখনো কোনো শান্তিচুক্তি সম্পাদিত হয়নি।
তিনি বলেন, আর্মেনিয়া একটি গরীব দেশ। একটি শান্তিচুক্তি হলে আর্মেনিয়ার অর্থনীতি লাভবান হবে। মূলত, একটি শান্তিচুক্তি এ (ককেশাস) আঞ্চলে কল্যাণ বয়ে আনবে। এটাই সবচেয়ে কার্যকর পদক্ষেপ।
ইব্রাহিম কালিন আরো বলেন, দ্রুত একটি শান্তিচুক্তি হওয়া দরকার। কিছু কৌশলগত বিষয় যেমন মাইন কোন অঞ্চলে পাতা আছে তা যদি প্রকাশ করা হয় তাহলে এ শান্তিচুক্তির প্রক্রিয়াটি আরো বেগবান হবে।
কারাবাখ সঙ্ঘাত নিয়ে তিনি বলেন, এ সঙ্ঘাতের অবসান হওয়া দরকার। মূলত, কারাবাখ একটি যুদ্ধ মাত্রই শেষ হলো।
সূত্র : ইয়েনি শাফাক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা