২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্কের কৃষ্ণ সাগরীয় অঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭

বন্যায় ক্ষতিগ্রস্ত কাসতামোনু প্রদেশের বোজকুর্ত জেলা - ছবি : এএফপি

তুরস্কের কৃষ্ণ সাগর উপকূলীয় অঞ্চলে বনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। শনিবার তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বুধবার থেকে কৃষ্ণ সাগর উপকূলের তুরস্কের উত্তরাঞ্চলের প্রদেশগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়।

এএফএপি জানিয়েছে, বন্যায় কাসতামোনু প্রদেশে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিনোপ প্রদেশে আরো আটজন ও বারতিন প্রদেশে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে বন্যায় কাসতামোনু প্রদেশে ৬২ জন ও সিনোপে ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু জানিয়েছেন। শনিবার বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে কাসতামোনু প্রদেশের বোজকুর্ত জেলায় গেলে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

এই সময় তার সাথে তুরস্কের পরিবেশ ও নগরায়ন বিষয়ক মন্ত্রী মুরাদ কুরুম ও জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী ফাতিহ দোনমেজ উপস্থিত ছিলেন।

সুলেইমান সোয়লু বলেন, শুক্রবার ও শনিবারে তুর্কি কর্তৃপক্ষ দুর্যোগকবলিত এলাকাগুলোতে হেলিকপ্টারে ২০ টন ত্রাণ দিয়েছে।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্যোগকবলিত এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের সকল ধরনের সাহায্য দিয়ে যাচ্ছেন। মৃত ব্যক্তিদের দাফন থেকে ক্ষয়-ক্ষতির অবস্থা নিরূপণসহ সংশ্লিষ্ট সকল কাজই করছেন তারা।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement