ভারী বৃষ্টিতে তুরস্কের কৃষ্ণ সাগরীয় প্রদেশগুলোতে বন্যা
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ আগস্ট ২০২১, ১৯:৫৮, আপডেট: ১৩ আগস্ট ২০২১, ১৪:৫১
ব্যাপক বৃষ্টিপাতের কারণে তুরস্কের কৃষ্ণ সাগরীয় প্রদেশগুলোতে বন্যার সৃষ্টি হয়েছে। বুধবার তুরস্কের উত্তরাঞ্চলে এ বন্যার কারণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয়ে আরো ১৩ জন আহত হয়েছেন। এছাড়া এক ব্য়স্ক নারী নিখোঁজ আছেন। তুর্কি সরকারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
তুরস্কের কাস্তামোনু প্রদেশের কাতালজাইতিন জেলায় বন্যার ফলে ভূমিধস হওয়ার কারণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওই জেলার নগর কর্তৃপক্ষ।
বার্টিন প্রদেশের উলুস জেলায়ও প্রবল বন্যায় আক্রান্ত। বন্যার কারণে ওই প্রদেশে আরিফ উনাল নামের ৮৫ বছর বয়সী এক নারী নিখোঁজ রয়েছেন। বন্যায় তার বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর তাকে আর পাওয়া যায়নি।
তুরস্কের সামরিক পুলিশ, কোস্টগার্ড আর দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) ওই অঞ্চলের সাধারণ বাসিন্দাদের নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইসমাইল কাটাকলি জানিয়েছেন, তুরস্কের আনটালিয়া প্রদেশের কুমলুচা জেলায় বন্যা ও ভূমিধসের কারণে আরো এক ব্যক্তি নিখোঁজ আছেন। বার্তিন প্রদেশে ব্ন্যার কারণে ঘর-বাড়ি আর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে, অনেক যানবাহন পানিতে ভেসে গেছে। এছাড়া এ প্রদেশটিতে বন্যার প্রবল স্রোতে গণপরিবহন উল্টে গিয়ে ১৩ ব্যক্তি আহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদেরকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরো জানিয়েছে যে উলুস জেলার বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। সিনোপ প্রদেশের আয়ানচিক জেলায় একটি সরকারি হাসপাতাল থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এ বন্যার মধ্যেই আয়ানচিক জেলার ১৯ ব্যক্তিকে তাদের বাড়ি থেকে উদ্ধার করেছে তুর্কি কোস্ট গার্ড।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা