তুরস্কে নিভে আসছে দাবানলের আগুন, এখনো জ্বলন্ত ৬
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ আগস্ট ২০২১, ১৪:০০, আপডেট: ০৮ আগস্ট ২০২১, ১৪:১৬
তুরস্কে চলমান দাবানলের আগুন ধীরে ধীরে নিভে আসছে। শনিবার পর্যন্ত দাবানলের ১১ দিনে ৪৭ প্রদেশে মোট ২২৩টি দাবানলের ঘটনা ঘটে। এর মধ্যে ২১৭টি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই প্রদেশে বাকি ছয়টি দাবানলের আগুন এখনো জ্বলছে।
শনিবার রাতে তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি এক টুইট বার্তায় এই তথ্য জানান।
টুইট বার্তায় তিনি বলেন, বর্তমানে এজিয়ান সাগরের তীরবর্তী মুগলা প্রদেশের মিলাসে দুইটি ও কোয়জেয়িজ, কাভাকলিদেরে, ইয়াতানের সাথে ইসপারতা প্রদেশের সুতচুলেরে একটি করে মোট ছয়টি দাবানলের আগুন এখনো জ্বলছে। এগুলো নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীরা চেষ্টা অব্যাহত রেখেছেন।
গত ২৮ জুলাই দক্ষিণ-পশ্চিম তুরস্কের আনতালিয়া থেকে দাবানলের সূচনার পর এই পর্যন্ত মোট আটজনের প্রাণহানী হয়েছে। দাবানলের আগুন নেভানোর জন্য আজারবাইজান, ইরান, কাজাখস্তান, রাশিয়া ও ইউক্রেনসহ বিভিন্ন দেশ সরঞ্জাম ও লোকবল দিয়ে সহায়তা করেছে।
২১৮ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার দাবানলের সূচনাস্থল আনতালিয়া প্রদেশের মানাভগাত ও গুনদোমুশ জেলার দাবানলের আগুন নেভাতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা