২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্কে ১৯১ দাবানল নিয়ন্ত্রণে, এখনো জ্বলছে ১৩টি

দাবানলের আগুন নেভানোর চেষ্টায় তুর্কি হেলিকপ্টার - ছবি : আনাদোলু এজেন্সি

তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি দেশটিতে মোট ১৯১টি দাবানল নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছেন। একইসাথে জ্বলন্ত আরো ১৩টি দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় এই কথা জানান তিনি।

টুইট বার্তায় বাকির পাকদেমিরলি বলেন, ২৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নয়দিনে তুরস্কের ৪৪টি প্রদেশে ১৯১টি দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বর্তমানে ছয় প্রদেশে জ্বলতে থাকা ১৩টি দাবানল নিয়ন্ত্রণের জন্য চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।

গত ২৮ জুলাই দক্ষিণ-পশ্চিম তুরস্কের আনতালিয়া থেকে দাবানলের সূচনার পর এই পর্যন্ত মোট আটজনের প্রাণহানী হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দাবানল কবলিত মুগলা প্রদেশের মারমারিসে এক যৌথ সংবাদ সম্মেলনে বাকির পাকদেমরিলি জানান, বর্তমানে আগুন নেভাতে মোট ১৬টি বিমান, ৫৬টি হেলিকপ্টপার ও ৮৫০টি দমকল ট্রাক ব্যবহার করা হচ্ছে।

দাবানলের কারণে তিন হাজার সাত শ' ১৪ কৃষকের ৩১ হাজার ডেকর (সাত হাজার ছয় শ' ৬০ একর) কৃষি জমি ও এক হাজার তিন শ' ৫৩ কৃষি অবকাঠামোসহ বিপুল ক্ষতি হয়েছে জানান বাকির পাকদেমিরলি।

অপরদিকে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু বলেন, মুগলা প্রদেশে দাবানলের কারণে ১১ হাজার আট শ' ৪৪টি বাড়ি থেকে ৩৬ হাজার তিন শ' ৬৫ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, দাবাননে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পরিবেশ ও নগরায়ন মন্ত্রণালয়, পরিবার ও সমাজ সেবা মন্ত্রণালয় এবং দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) মোট দুই কোটি তুর্কি লিরার (১৯ কোটি ৯২ লাখ টাকা) ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement
গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাপানে রকেট পরীক্ষাস্থলে ভয়াবহ আগুন সিলেটে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩ আদানির সাথে বিদ্যুৎ চুক্তি : হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন

সকল