২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্কে তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে দাবানলের আগুন নিয়ন্ত্রণে

কেমিরকয় তাপবিদ্যৃৎ কেন্দ্রের কাছে দাবানল - ছবি : এএফপি

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি চলে আসা দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দীর্ঘ ১১ ঘণ্টার প্রচেষ্টার পর বৃহস্পতিবার দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় কর্তৃপক্ষ।

এর আগে বুধবার রাতে মুগলা প্রদেশের মিলাস জেলার কেমিরকয় তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে দাবানলের আগুন এসে পৌঁছায়। দাবানলের কারণে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়।

বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্টের দফতরের যোগাযোগ বিষয়ক পরিচালক ফখরুদ্দিন আলতুন এক টুইট বার্তায় জানান, দাবানলের কারণে কেমিরকয় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ইউনিটের কোনো ক্ষতি হয়নি।

তুরস্কে দক্ষিণাঞ্চলীয় আনতালিয়া প্রদেশে ২৮ জুলাই দাবানলের সূচনা হয়। দাবানলের কারণে দেশটিতে মোট আটজনের প্রাণহানী হয়েছে।

বৃহস্পতিবার অপর এক টুইট বার্তায় ফখরুদ্দিন আলতুন জানান, তুরস্কে ছড়িয়ে পড়া মোট ১৮৯ দাবানলের মধ্যে ১৭৪টি নিয়ন্ত্রণে এসেছে।

পরে তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি এক টুইট বার্তায় জানান, গত নয়দিনে তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে ৩৮ প্রদেশের ১৮০টি দাবানল নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পাঁচটি প্রদেশের ১২টি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড


আরো সংবাদ



premium cement
কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ

সকল