২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৪৭ বছর পর তুর্কি সাইপ্রাসের ভারোসায় নামাজ

৪৭ বছর পর তুর্কি সাইপ্রাসের ভারোসায় নামাজ - ছবি : সংগৃহীত

একদা ভূতের শহর ছিল টার্কিশ রিপাবলিক অফ নর্দান সাইপ্রাসের ভারোসা জেলা। কিন্তু ২০২০ সালের পর থেকে শহরটি ক্রমে প্রাণবন্ত হয়ে উঠতে শুরু করে। ওই শহরেই ৪৭ বছর পর জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

২০০ বছরের ঐতিহাসিক বিলাল আগা মসজিদে আয়োজিত নামাজের জামাতে অংশ নেন টার্কিশ সাইপ্রাসের প্রেসিডেন্ট এরসিন তাতার। নামাজে ইমামতি করেন লেফকোসায় অবস্থিত তুর্কি দূতাবাসের ধর্মীয় নেতা এরদোগান একেন।

৪৭ বছর পর ভারোসায় জুমার নামাজ শুরু করতে পেরে টার্কিশ সাইপ্রাসের প্রেসিডেন্ট এরসিন তাতারকে অত্যন্ত প্রফুল্ল দেখায়। তিনি বলেন, ’এই নামাজ শান্তির ও সুন্দর।আরো বলেন, ’এই মসজিদটির পুননির্মাণে যারা অবদান রেখেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।’

উল্লেখ্য, ২০২০ সালের ৮ অক্টোবর ভারোসা টাউন আংশিকভাবে খোলা হয়। টাউনটি বন্ধ রাখার কারণ অবশ্যই ছিল গ্রিসের দখলদারির হাত থেকে তুর্কি অধ্যুষিত সাইপ্রাসকে বাঁচানো। ১৯৭৪ সালে তুরস্ক দ্বীপটিতে শান্তি প্রতিষ্ঠার অভিযান চালিয়েছিল তার নিরাপত্তা সুনিশ্চিত করেছিল। তারপর থেকেই টাউনটিতে মানুষের আনাগোনা কমে যায়– এবং ক্রমে তা অচল হয়ে যায়।
সূত্র : পু্বের কলম

 


আরো সংবাদ



premium cement