২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘তালেবানের উচিত ভাইয়ের মাটি থেকে দখলদারিত্বের অবসান করা’

ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রজব তাইয়েব এরদোগান - ছবি : টিআরটি ওয়ার্ল্ড/আনাদোলু এজেন্সি

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আফগানিস্তানের তালেবানের উচিত তাদের ভাইয়ের মাটি থেকে দখলের অবসান করা। সোমবার উত্তর সাইপ্রাসে সফরে যাওয়ার আগে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিতে তালেবানের এই মুহূর্তের আচরণ একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি আচরণ নয়।’

তিনি আরো বলেন, ‘তাদের উচিত ভাইয়ের মাটি থেকে দখলদারিত্বের অবসান করা এবং বিশ্বকে দেখিয়ে দেয়া, আফগানিস্তানে শান্তি বিরাজ করছে।’

এরদোগান তার বক্তব্যে জানান, মার্কিন সৈন্য প্রত্যাহারের পর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিতে তুরস্কের দায়িত্ব নিতে যাওয়ার বিষয়ে তালেবানের আপত্তির পরিপ্রেক্ষিতে সংগঠনটির সাথে তিনি আলোচনা করবেন।

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ. আমরা দেখবো তালেবানের সাথে আমাদের কী আলোচনা হয় এবং এই আলোচনা আমাদের কোথায় নিয়ে যায়।’

এর আগে গত মাসে ব্রাসেলসে ন্যাটো জোটের শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রেসিডেন্ট এরদোগানের পৃথক বৈঠকে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার বিষয়ে আলোচনা হয়।

গত এপ্রিলে জো বাইডেন এক ঘোষণায় আফগানিস্তান থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় দফতর পেন্টাগনের তথ্য অনুসারে আফগানিস্তান থেকে ইতোমধ্যে ৯০ ভাগের বেশি সৈন্য প্রত্যাহার সম্পন্ন হয়েছে।

মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে তুরস্ক। আফগান সরকার এই বিষয়ে তুরস্ককে স্বাগত জানালেও দেশটির সশস্ত্র সংগঠন তালেবান এর নিন্দা জানায়।

সংগঠনটির নেতৃত্ব জানিয়েছে, যে কোনো অবস্থাতেই আফগানিস্তানে বিদেশী সৈন্যের অবস্থানকে তারা দখলদারিত্ব হিসেবে বিবেচনা করবেন।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড


আরো সংবাদ



premium cement
বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের

সকল