উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তুর্কি ও গ্রিক কর্মকর্তারা বৈঠক করবেন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মে ২০২১, ২৩:১৪
সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এথেন্সে গ্রিক পররাষ্ট্রমন্ত্রী সাথে বৈঠক করবেন। এ দু’ন্যাটো সদস্যের মধ্যে উত্তেজনা হ্রাসের প্রচেষ্টা হিসেবে আগামী সোমবার তারা এ বৈঠকে মিলিত হবেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু গত মাসে আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রী নিকোস দেনদিয়াসকে ভৎসনা করেছিলেন। দু’দেশের মধ্যেকার মতপার্থক্যের নিরসনে অগ্রগতি না হওয়ায় কাকে দায়ী করা হবে তা নিয়ে সরাসরি আরোচনা হবে সোমবার।
এথেন্সে তাদের আলোচনার প্রধান বিষয় হবে বিদ্যমান উত্তেজনার নিরসন বলে এথেন্স
বিশ্ববিদ্যালয়ের চেংগিস আক্তার বলছেন।
তুরস্ক ও গ্রিসের মধ্যকার আঞ্চলিক জলসীমার নিয়ে দ্বন্দ্বে আছে। গত বছর গ্রিক ও তুর্কি
নৌবাহিনী পরস্পরের মুখোমুখি অবস্থান নিয়েছিল। নতুন করে উত্তেজনা দেখা দেয় যখন তুরস্ক ঘোষণা করে যে তারা ওই জলসীমায় জ্বালানি আহরণ করা শুরু করবে। তবে সেখানকার মালিকানা দাবি করছে গ্রিস।
এ সঙ্ঘাতের সাথে যুক্ত হয়েছে তুরস্কের এ অভিযোগ যে গ্রিক জলসীমায় প্রবেশকারী শরনার্থীদের তুরস্কে ফেরত পাঠিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে গ্রিস। গ্রিস এ অভিযোগ অস্বীকার করে তুরস্কের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে যে তারা এ মাসের গোড়ার দিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করেছে। অন্যদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার গ্রিসকে এ বলে অভিযুক্ত করেছে যে মতভেদ দূর করার প্রচেষ্টাকে গ্রিস বানচাল করে দিচ্ছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা