প্রথম ন্যাটো দেশ হিসেবে তুর্কি ড্রোন কিনল পোল্যান্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ মে ২০২১, ১৯:১৭, আপডেট: ২৪ মে ২০২১, ২১:৩৩
তুরস্ক থেকে ২৪টি সশস্ত্র কিনছে পোল্যান্ড। শনিবার পোলিশ প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে পোল্যান্ডই প্রথম তুরস্কের তৈরি ড্রোন ক্রয় করছে বলে জানিয়েছে রয়টার্স।
আগামী বছর থেকে যে বায়রাকতার টিবি-২ ড্রোনগুলো তৈরি হবে তাতে ট্যাংকপ্রতিরোধী ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা হবে। এছাড়া পোল্যান্ড তুরস্কের কাছ থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনবে ও বিভিন্ন সামরিক ট্রেইনিংবিষয়ক সহযোগিতা নিবে বলে জানিয়েছেন পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউজ ব্লাজস্কাক।
মারিউজ ব্লাজস্কাক স্টেট রেডিওকে বলেন, ‘বায়রাকতার টিবি-২ ড্রোনগুলো যুদ্ধের ময়দানে নিজেদের প্রমাণ করেছে। এ ড্রোনগুলো একটি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পোল্যান্ডে সরবারহ করবে বলেও তিনি জানান। এছাড়া তিনি বাড়তি কোনো তথ্য দেননি।
আগামী সপ্তাহে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা তুরস্কে এলে এ সামরিক চুক্তিটি স্বাক্ষরিত হবে। চুক্তির আওতায় এখনো কোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবারহ করার প্রক্রিয়া শুরু হয়নি।
ন্যাটো সদস্য দেশ তুরস্কের সামরিক কর্তৃপক্ষ অবশ্য বলছে যে বর্তমানে দেশটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ড্রোন নির্মাতা। পশ্চিমা অস্ত্রের ওপর নির্ভরশীলতা কমাতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান দেশীয়ভাবে সামরিক সরঞ্জাম উৎপাদন বৃদ্ধি করার ফলে তুরস্ক ড্রোন নির্মাণে এমন অগ্রগতি লাভ করেছে।
তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান বায়কার আজারবাইজান, ইউক্রেন, লিবিয়া ও কাতারের নিকট বায়রাকতার টিবি-২ ড্রোন বিক্রি করেছে। মার্চ মাসে এরদোগান বলেছেন, ‘সৌদি আরবও তুরস্কের ড্রোন ক্রয়ে আগ্রহী।
ড্রোন প্রযুক্তি ও সরবরাহের ক্ষেত্রে তুরস্ক বর্তমানে শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে। সিরিয়া, লিবিয়া ও আজাররাইজান-আর্মেনিয়ার মধ্যে বিতর্কিত ভূখণ্ড নাগরনো-কারাবাখে তুর্কি ড্রোন তার সক্ষমতার প্রমাণ রেখেছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা