২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্কে আক্রান্ত অর্ধকোটি ছাড়াল

তুরস্কে আক্রান্ত অর্ধকোটি ছাড়াল - ছবি- সংগৃহীত

রজব তাইয়েব এরদোগানের দেশ অনেক আগেই করোনাভাইরাসে সর্বাধিক আক্রান্তের শীর্ষ তালিকার পাঁচে উঠে এসেছে। এরই মধ্যে তুরস্কে আক্রান্ত সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪২ হাজারের বেশি মানুষ।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান নিয়ে রোববার ওয়ার্ল্ডোমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা যাচ্ছে। তবে আক্রান্তের তুলনায় তুরস্কে মৃত্যুর হার অন্য দেশের তুলনায় কম।

সবশেষ তথ্যানুযায়ী, তুরস্কে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৫২ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৮১ জনের। গত এক সপ্তাহে দেশটিতে আক্রান্ত সংখ্যা এক লাখ ৬৬ হাজার ৭৩৩ জন। আর এক সপ্তাহে মৃত্যু সংখ্যা দুই হাজার ২৪২ জন।

সবমিলিয়ে তুরস্কে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫০ লাখ ১৬ হাজার ১৪১ জন। এর চেয়ে বেশি আক্রান্ত হয়েছে মাত্র চারটি দেশে। ওই দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল ও ফ্রান্স।

অবশ্য আক্রান্তের হিসেবে শীর্ষ পাঁচে থাকলেও তুরস্কে মৃত্যু হার তুলনামূলক অনেক কম। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪২ হাজার ৭৪৬ জন। মৃত্যুর হিসেবে শীর্ষ তালিকার ১৯তম স্থানে আছে তুরস্ক।

তুরস্কের চেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, মেক্সিকো, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইতালি, স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, কলম্বিয়া, পোল্যান্ড, ইরান, পেরু, ইউক্রেন, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকায়। এই ১৮টি দেশের মধ্যে প্রথম আটটি দেশে মৃত্যুর সংখ্যা এক লাখের বেশি। অপর ১০টি দেশে মৃত্যু এখনো লাখের সীমা পাড় হয়নি।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

সকল