তুরস্ককে উদ্বাস্তু নেয়ার জন্য চাপ ইইউয়ের
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মার্চ ২০২১, ১১:৫৮
চুক্তি মেনে গ্রিস থেকে উদ্বাস্তুদের আশ্রয় দিক তুরস্ক, জানাল ইইউ। এ বিষয়ে রজব-তাইয়েব-এরদোগানকে সাথে নিয়ে আলোচনায় বসবে তারা।
গ্রিসের দ্বীপগুলোতে প্রায় ১৪ হাজার উদ্বাস্তু আছেন। বিভিন্ন দেশ থেকে তারা এখানে এসেছেন।
গ্রিসের নীতি
২০১৯ থেকে উদ্বাস্তুদের আশ্রয় দেয়ার নীতি অনেক বেশি কড়া করেছে গ্রিস। রক্ষণশীল দলের সরকার উদ্বাস্তুদের প্রতি কঠোর নীতি নিয়ে চলতে চায়।
ইইউ-র সাহায্য
গ্রিসের একাধিক দ্বীপে থাকা এই উদ্বাস্তুদের জন্য অর্থসাহায্য করে ইউরোপীয় কমিশন। এবার তারা ২৭ কোটি ৫০ লাখ ইউরো দেবে বলেছে।
তুরস্ককে চাপ
২০১৬ সালের চুক্তির কথা তুলে উদ্বাস্তুদের নেয়ার জন্য তুরস্ককে চাপ দিচ্ছে ইইউ। তাদের বক্তব্য, চুক্তি মেনে, যাদের আবেদনপত্র খারিজ হয়েছে, সেই উদ্বাস্তুদের দ্রুত নেয়া উচিত তুরস্কের।
আলোচনা হবে
আগামী সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রজব-তাইয়েব-এরদোগানের সাথে আলোচনায় বসবেন ইইউয়ের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন।
সূত্র : ডয়েচে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা