তুরস্ক ও ফ্রান্সের সম্পর্কে আরো অবনতি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মার্চ ২০২১, ১৫:২৪, আপডেট: ২৬ মার্চ ২০২১, ১৫:২৫
তুরস্ক ও ফ্রান্সের মধ্যে নুতন করে উত্তেজনা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ফ্রান্সের আগামী বছরের ফিরতি নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য তুরস্কের বর্তমান সরকারকে দোষারোপ করেছেন। ফ্রান্সের বর্তমান সরকার মহানবী হযরত মোহাম্মদ সা:-কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশের অনুমতি দিলে দু’দেশের মধ্যে বৈরী সম্পর্কের সূচনা হয়।
সম্প্রতি ফ্রান্সের জাতীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাঁক্রো বলেন, আঙ্কারা তাদের জাতীয় গণমাধ্যমে মিথ্যা গুজব ছড়াচ্ছে। এসব সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ফ্রান্স ইসলাম ধর্মের সাথে বিরোধে জড়িত।
প্রেসিডেন্ট ম্যাঁক্রো জোর দিয়ে বলেন, ‘তুরস্ক আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তুরস্কের এ ধরণের মনোভাব থাকলে, ফ্রান্স তুরস্কের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারবে না।’
এর আগে ফ্রান্সে মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে ফ্রান্সের স্কুলে এক ক্লাসে মহানবী হজরত মোহাম্মদ সা:-এর কার্টুন দেখানোর কারণে এক শিক্ষককে হত্যার ঘটনা ঘটে। এ নিয়ে ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া হয়। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে জোরালো অবস্থান নিয়ে ইসলামকে সরাসরি আঘাত করেন। এছাড়াও ফ্রান্স মহানবী সা:-কে নিয়ে তৈরি ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না বলেও জানান তিনি।
ফ্রান্স প্রেসিডেন্টের এ ঘোষণায় মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর মাঝেই তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানান। এরপরই দু’দেশের মধ্যে বৈরী সম্পর্কের সূচনা হয়।
সূত্র : ভয়েস অব আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা