‘তুরস্কের প্রতিরক্ষা রফতানির লক্ষ্য বাণিজ্যের চেয়ে বেশি’
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৮
তুরস্কের প্রতিরক্ষা শিল্প দফতরের প্রধান ইসমাইল দেমির বলেছেন, প্রতিরক্ষা খাতে তুরস্কের রফতানি উদ্দেশ্য শুধুই বাণিজ্য নয়। আঙ্কারা বন্ধু ও মিত্রদেশগুলোকে সহযোগিতার গুরুত্বের সাথে গভীরভাবে সংযুক্ত।
সোমবার তুরস্কের আনতালিয়া ডিপলোমেসি ফোরামের (এডিএফ) ‘এডিএফ ভিজিটরস কর্নার’ শীর্ষক এক অধিবেশনে তিনি এই কথা বলেন।
ইসমাইল দেমির তার বক্তব্যে স্বাধীন ও কার্যকর তুর্কি প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন সম্পর্কে কথা বলেন। তিনি প্রতিরক্ষা খাতে রফতানির পরিমাণ বাড়ার কথা জানিয়ে বলেন, তুরস্ক ভৌগোলিকভাবে সংঘাতপূর্ণ অঞ্চলের কেন্দ্রে অবস্থান করছে এবং জাতীয় স্বার্থ রক্ষা তুরস্কের অগ্রাধিকারের বিষয়।
দেমির তার বক্তব্যে বলেন, প্রতিরক্ষা খাতে তুরস্কের দর্শন নিজস্ব দক্ষতা ও স্বাধীনতার ভিত্তিতে গড়ে ওঠা। তুর্কি জাতি ও নীতির স্বার্থ রক্ষায় এটি মূল বিষয় হিসেবে কাজ করছে।
শান্তি প্রতিষ্ঠায় নমনীয় প্রভাব বিস্তারের গুরুত্ব স্বীকার করে দেমির বলেন, নমনীয়তার পেছনে শক্তির প্রভাবকেও উপেক্ষা করা উচিত হবে না।
সূত্র : ইয়েনি শাফাক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা