জলদস্যুদের হামলায় নিহত আজারি নাবিকের লাশ দেশে পৌঁছে দিল তুরস্ক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জানুয়ারি ২০২১, ১৭:৩০
পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরে কার্গো জাহাজে জলদস্যুদের হামলায় নিহত আজারি নাবিকের লাশ বুধবার সকালে আজারবাইজানে পৌঁছে দিয়েছে দেশটির বন্ধুরাষ্ট্র তুরস্ক।
গ্যাবনের রাজধানী লিব্রেভিল থেকে নিহত আজারি নাবিক ফারমেন ইসমাইলোভের লাশ ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর তুরস্ক এয়ারলাইন্স বিমান সেটিকে আজারবাইজানের রাজধানী বাকুতে পাঠায়। বিমানটি স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৭টায় আজারবাইজানে পৌঁছেছে।
আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র লাশ আনতে সহযোগিতার জন্য তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন।
জলদস্যুরা গত শনিবার কার্গো জাহাজের ১৯ নাবিকের মধ্যে ১৫ জনকে অপহরণ করে। ওই সময় এক আজারি নাবিক নিহত হন।
পরে লাইবেরিয়ার পতাকাধারী হামলাকৃত জাহাজ মোজার্ট তিন নাবিকসহ রোববার গ্যাবনের পোর্ট জেন্টিলে এসে নোঙর ফেলে।
নিহত আজারবাইজানের নাবিক ছাড়া জাহাজে অপহৃত ১৫ জন তুরস্কের নাগরিক বলে জানা গেছে।
এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোওগলু সোমবার বলেছিলেন, তুরস্ক তাদের ১৫ নাবিককে উদ্ধার করতে সব কিছু করতে প্রস্তুত। যদিও জলদস্যুরা আমাদের সাথে যোগাযোগের কোনো চেষ্টা করেনি।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা