২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পর্তুগাল-তুরস্ক দ্বিতীয় আন্তঃসরকারি সম্মেলন এ বছর

পর্তুগাল-তুরস্ক দ্বিতীয় আন্তঃসরকারি সম্মেলন এ বছর - ছবি : সংগৃহীত

পর্তুগাল-তুরস্ক দ্বিতীয় আন্তঃসরকারি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছর। এবারের সম্মেলনটি হবে তুরস্কে। এর আগে প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল পর্তুগালের রাজধানী লিজবনে। তাও পাঁচ বছর আগে। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাভুসেগলু পর্তুগালে এক দিনের সরকারি সফরে আসেন।

পররাষ্ট্রমন্ত্রী সাভুসেগলু প্রথমে তুরস্ক-পর্তুগাল আন্তঃসংসদীয় বন্ধুত্ব গ্রুপের চেয়ারম্যান পেদ্রো রোক অলিভিরার সাথে সাক্ষাৎ করেন।

এরপর মন্ত্রী সাভুসেগলু পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার সাথে দেখা করেন। পরে এদিন তিনি পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী আগস্টো সান্টোস সিলভার সাথে একান্ত বৈঠক করেন। বৈঠক শেষে দুই মন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী সাভুসেগলু জানান, ‘আমরা এ বছর তুরস্কে দ্বিতীয় তুরস্ক-পর্তুগাল আন্তঃসরকারি সামিটের আয়োজন করতে যাচ্ছি। তবে এ সম্মেলনের আগে আমরা একটি যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটিও গঠন করবো।’

মন্ত্রী সাভুসেগলু আরো জানান, ‘পর্তুগালের সাথে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ গত ২০ বছরে চারগুণ বেড়ে দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আমরা আশাবাদী সামনের বছরগুলোতে এর পরিমাণ আরো বাড়তে থাকবে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কাউন্সিলের পর্তুগিজ রাষ্ট্রপতি হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাদের সময় ইইউর সাথে একটি নতুন অধ্যায় খোলার ইচ্ছা পোষণ করছি।’

অন্যদিকে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী সিলভা তুরস্কের সাথে একটি ইতিবাচক এজেন্ডা তৈরিকে গুরুত্ব দিয়ে বলেন, ‘আঞ্চলিক সুরক্ষা, স্থিতিশীলতা, শরণার্থী ও অভিবাসনের মতো তাৎপর্যপূর্ণ বিষয়গুলোর সাথে একমত পোষণ করে।

উল্লেখ্য, এ বছরের ১৮ মার্চ তুরস্ক ও ইইউর মধ্যে অভিবাসন চুক্তির পঞ্চম বার্ষিকী পালন করা হবে। এ ব্যাপারে পর্তুগিজ মন্ত্রী সিলভা বলেন, উভয়পক্ষই এই চুক্তির ফলাফলগুলো মূল্যায়ন করবে।


আরো সংবাদ



premium cement