২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নতুন বছর তুরস্কে সর্বনিম্ন মজুরী বাড়বে ২১.৫৬ শতাংশ

নতুন বছর তুরস্কে সর্বনিম্ন মজুরী বাড়বে ২১.৫৬ শতাংশ - ছবি : সংগৃহীত

২০২১ সালের জানুয়ারি থেকে তুরস্কে সর্বনিম্ন মজুরি ২১.৫৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে। সোমবার দেশটির পরিবার, শ্রম ও সমাজ সেবামন্ত্রী জেহুরা জুমরুত সেলকুক তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন শ্রমিকের সর্বনিম্ন মাসিক মজুরি দুই হাজার ৩৭৭ তুর্কি লিরাস বা ৩১০ ডলার থেকে বাড়িয়ে দুই হাজার ৮২৬ তুর্কি লিরাস বা ৩৭৭ ডলার করা হবে।

সামাজিক নিরাপত্তা খাত ও ইনকাম ট্যাক্স তহবিলের অর্থ যোগ ছাড়াই এই হিসাব করা হয়েছে। ওই হিসাব ধরলে একজনের নূন্যতম মজুরি দাড়াবে তিন হাজার পাঁচ শ’ ৭৮ লিরাস বা ৪৭৭. ৩ ডলার।

মন্ত্রী জোর দিয়ে বলেন, বৃদ্ধির হার দেশের বার্ষিক মুদ্রাস্ফীতির হারের চেয়ে অনেক বেশি। নভেম্বরে তুরস্কের বার্ষিক মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ১৪ শতাংশ, যেখানে ১২ মাসের গড় বৃদ্ধি ছিল ১২.০৪ শতাংশ।

সূত্র : ইয়ানি সাফাক


আরো সংবাদ



premium cement