২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পূর্ব ভূমধ্যসাগরে আবারো জরিপ চালাবে তুরস্ক

ওরুচ রেইস জাহাজ - ছবি : সংগৃহীত

পূর্ব ভূমধ্যসাগরে ২০২১ সালের ১৫ জুন পর্যন্ত প্রাকৃতিক সম্পদের খোঁজে জরিপ চালাবে তুরস্ক। এ বিষয়ে মঙ্গলবার একটি নেভিগেশনাল টেলেক্স বা নেভটেক্স জারি করেছে দেশটি।

ওই ঘোষণায় বলা হয়েছে, সামুদ্রিক অনুসন্ধান যান ওরুচ রেইচ তার মিশন ২০২১ সালের ১৫ জুন পর্যন্ত চলমান রাখবে।

নেভটেক্স হলো সমুদ্রে যোগাযোগের বিশেষ এক ব্যবস্থা, যাতে একটি সামুদ্রিক যান সমুদ্রে তার অবস্থান এবং অন্যান্য তথ্য অন্য সামুদ্রিক যানকে জানাতে পারে।

পূর্ব ভূমধ্যসাগরে এই জরিপ কাজে ওরুচ রেইস জাহাজের সাথে অপর দু’টি জাহাজ আতামান এবং জেঙ্গিজ হানও অংশ নিয়েছে।

ওই কার্যক্রমে মহীসোপান অঞ্চলে বিভিন্ন ভূতাত্ত্বিক, ভৌগোলিক, পানিভাগ ও সমুদ্রতাত্ত্বিক নিরীক্ষণ চালাবে। এতে প্রাকৃতিক সম্পদেরও খোঁজ করা হবে।

ওরুচ রেইস যানটি গত ২৯ নভেম্বর তুরস্কের দক্ষিণাঞ্চলীয় বন্দর আনাতোলিয়ায় ফেরত আসে।

আঙ্কারা অব্যাহতভাবে তুর্কি উপকূলের ছোট ছোট দ্বীপগুলোকে কেন্দ্র করে ভূমধ্যসাগরে গ্রিসের বিশেষ অর্থনৈতিক জোন গঠনের বিরোধিতা করে আসছে।

এছাড়া সাইপ্রাসের নিকটে পাওয়া জ্বালানি শক্তি তার্কিস রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস (টিআরএনসি) ও দক্ষিণ সাইপ্রাসের গ্রিক সাইপ্রিয়ট কর্তৃপক্ষের মধ্যে ন্যায্যভাবে বণ্টনের কথা বলছে তুরস্ক।

সূত্র : ইয়েনি সাফাক


আরো সংবাদ



premium cement