এবার ফরাসি পার্লামেন্টকে এক হাত নিলেন এরদোগান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ ডিসেম্বর ২০২০, ১৫:২৮, আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০, ১৫:৩০
ফরাসি পাল্টামেন্ট নাগার্নো-কারাবাখ নিয়ে যে প্রস্তাবনা দিয়ে তা ‘সম্পূর্ণ বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
শনিবার পূর্ব তুরস্কে নব নির্মিত মোটরওয়ে উদ্বোধনের সময় দেয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।
এরদোগান বলেন, মিনস্ক গ্রুপের সভ-সভাপতি দেশ ফ্রান্সের পার্লামেন্টে নাগার্নো-কারাবাখ সম্পর্কিত প্রস্তাবনাটি ভয়াবহ বিপর্যয় স্বরুপ।
উল্লেখ্য, গত শুক্রবার ফ্রান্সের পার্লামেন্ট নাগার্নো-কারাবাখকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেব স্বীকৃতি দিতে তথাকথিত প্রস্তাবনা দিয়েছে।
এরদোগান উল্লেখ করেন, আজারবাইজান অন্য কোন দেশের ভূমি দখল বা আক্রমণ করেনি। আজারবাইজান ৩০ বছর ধরে আর্মেনিয়ার দখলে থাকা তাদের ভূমি পুনরুদ্ধার করেছে যা ৩০ বছর ধরে জাতিসঙ্ঘ ও মিনস্ক গ্রুপের দাবি উপেক্ষা দখলে রেখেছিল।
তিনি আরো বলেন, আজারবাইজান কোন ধরণের বেসামরিক ও আবাসিক এলাকায় হামলা চালায়নি বরং তারা বৈধ উপাধে নিজের ভূমি পুনরুদ্ধার করেছে।
ফ্রান্সের প্রস্তাবনার কথা উল্লেখ করে এরদোগান বলেন, কোন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এধরণের পদক্ষেপ ‘অগ্রহণযোগ্য’।
তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, ফ্রান্সের এ পদক্ষেপ নিয়ে বিশ্ববাসীকে সরব হতে হবে। এটা বিশ্বের সকল স্বাধীন দেশের জন্য মারাত্মক হুমকি স্বরুপ।
এর আগে গত শুক্রবার ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে কড়া মন্তব্যে এরদোগান বলেন, শিগগিরই ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রোর মতো নেতা থেকে মুক্তি পাবে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, "ম্যাক্রো হচ্ছেন ফ্রান্সের জন্য একটি বোঝা। প্রকৃতপক্ষে ফ্রান্স এবং ম্যাক্রো একটি বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফ্রান্স ম্যাক্রো থেকে মুক্তি পাবে।"
পূর্ব ভূমধ্যসাগরের সীমানা নিয়ে গ্রিসের সঙ্গে যে দ্বন্দ্ব রয়েছে তুরস্কের সে ইস্যুতে ফ্রান্স গ্রিসের পক্ষ নিয়ে তুরস্কের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছে। এমনকি এ বিষয়ে তুরস্ককে শক্তি প্রদর্শনের জন্য গ্রিসের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে ফ্রান্স।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা