গ্রিস এক মাসে ৫০ বারের বেশি তুরস্কের সীমানা লঙ্ঘন করেছে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ নভেম্বর ২০২০, ১৯:৪৬
গ্রিস গত অক্টোবরে মাসে অন্তত ৫০ বার তুরস্কের আকাশ ও পানিসীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, গ্রিস ৪২ বার আকাশসীমা ও সাত বার আঞ্চলিক পানিসীমা লঙ্ঘন করেছে।
বিবৃতি আরো বলা হয়, প্রতিবেশি দেশের সীমানা ও তাদের অধিকারকে সম্মান করি, তাই আমরা শান্তি, বন্ধুত্ব ও ভাল প্রতিবেশি সুলভ আচরণ প্রত্যাশা করি। প্রতিবেশি দেশগুলোর সাথে পারস্পারিক সহযোগিতামূলক সম্পর্ক আশা করি। কিন্তু গ্রিসের সাম্প্রতিক কার্যক্রম এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করছে।
মন্ত্রণালয়টি আরো জানায়,আজিয়ান সাগরে গ্রিসের বেসামরিক দ্বীপগুলোতে ১৯২ বার সামরিক জাহাজ চলাচল করেছে।
বিবৃতিতে বলা হয়, গ্রিস উত্তর আজিয়ান সাগরের সামোথ্রেস দ্বীপে বেসমারিক দ্বীপে সামরিক ট্রেনিং শুরু করে আন্তর্জাতিক চুক্তি ও তুরস্কের পানিসীমা লঙ্ঘন করেছে। এটা গ্রিসের পক্ষ থেকে সুস্পষ্ট উত্তেজনা সৃষ্টির লক্ষণ।
পূর্ব ভূমধ্যসাগরে কয়েক মাস ধরেই গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা চলেছে।
সূত্র : ডেইলি সাবাহ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা