২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

তুরস্কের আরেক জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তর

- ছবি : সংগৃহীত

আয়া সোফিয়ার পর এবার আরেকটি ঐতিহাসিক স্থাপনাকে মসজিদে রূপান্তর করল তুরস্কের সরকার৷ শুক্রবার প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের এই সিদ্ধান্ত সরকারের অফিসিয়াল গেজেটে প্রকাশ করা হয়েছে৷

শিগগিরই স্থাপনাটি মুসলিমদের প্রার্থনার জন্য খুলে দেয়ার কথা রয়েছে৷ তবে এই বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করা হয়নি৷

স্থাপনাটি খোরা বা কারিয়া হিসেবে পরিচিত৷ গেজেট অনুযায়ী রিএরদোগানের সেটিকে মসজিদে পরিণত করার ঘোষণা দিয়ে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন৷

শিগগিরই স্থাপনাটি মুসলিমদের প্রার্থনার জন্য খুলে দেয়ার কথা রয়েছে৷ তবে এই বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করা হয়নি৷

আয়া সোফিয়ার মতই খোরা বা কারিয়া এতদিন জাদুঘর ছিল৷ চতুর্থ শতকে রোমান সম্রাট কনস্টান্টিন দ্যা গ্রেটের শাসনামলে চার্চ হিসেবে এটি গড়ে ওঠে৷ ১১ থেকে ১২ শতকে স্থাপনাটি বর্তমান রূপ নেয়৷ হোলি সেভিয়র নামে পরিচিত চার্চটির গায়ে ১৪ শতকে বাইবেলে বর্ণিত ‘শেষ বিচারের' দেয়ালচিত্র আঁকা হয়৷

১৬ শতকে এটিকে মসজিদে রূপান্তর করে উসমানিয়রা৷ এসময় খ্রিস্টানদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত দেয়ালচিত্রগুলোও মুছে দেয়া হয়৷ ১৯৪৫ সালে মসজিদটিকে জাদুঘরে পরিণত করার ঘোষণা দেয় তুরস্কের তৎকালীন সরকার৷ গত বছর আদালত এই সিদ্ধান্ত বাতিল করে দেয়৷ তার প্রেক্ষিতে ৭৫ বছর পর এসে কারিয়াকে আবারো মসজিদে রূপান্তর করলেন এরদোগান৷

এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে গ্রিস৷ একে উসকানি হিসেবে উল্লেখ করে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়৷

তবে সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুক্রবার স্থাপনাটির সামনে ইস্তানবুলের অনেক বাসিন্দা জড়ো হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আন্দালু এজেন্সি৷ অনেকে সেখানে নামাজ পড়ার জন্যেও এসেছিলেন৷

‘‘সিদ্ধান্ত জানার পর আমরা নামাজ পড়তে এসেছিলাম৷ কিন্তু আমাদের বলা হয়েছে এটি এখনও নামাজের জন্য খোলা হয়নি৷ আমরা মসজিদটি খুলে দেয়ার অপেক্ষায় আছি,'' বলেন কিউমা এর নামের একজন৷

এর আগে গত মাসে বিখ্যাত আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তরের ঘোষণা দেয়া হয়৷ চার্চ হিসেবে গড়ে ওঠা স্থাপনাটিতে ৮৬ বছর পর আবারো নামাজ আদায় করছেন মুসলিমরা৷ ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার

সকল