২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইতিহাসের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্রের সন্ধান পেল তুরস্ক

- ছবি : সংগৃহীত

নিজেদের ইতিহাসের প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতের সন্ধান পেয়েছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।

কৃষ্ণসাগরের টুনা-ওয়ান জোনে এ গ্যাসক্ষেত্রের সন্ধান পায় দেশটি।  বৃহত্তম মজুতের সন্ধান পাওয়ায় এ খাতে আর আমদানির ওপর ভরসা করতে হবে না দেশটিকে।

একইসঙ্গে কৃষ্ণ সাগরে খনিজসম্পদ অনুসন্ধানে আঙ্কারার তৎপরতা আরও জোরদার করার কথা জানান তিনি।

এরদোগান বলেন, আমাদের গবেষণা তৎপরতায় বিদেশিদের ওপর সামান্যতম নির্ভরশীলতাও ছিল না। আমরা নিজেরাই বেশ ভালোভাবে কাজ করতে সক্ষম।

মাসখানেকের অনুসন্ধান তৎপরতার পর তুর্কি উপকূল থেকে ১০০ নটিক্যাল মাইল দূরে নতুন গ্যাসক্ষেত্রটির সন্ধান মিলেছে।

এরদোগান জানিয়েছেন, নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটিতে অন্তত ৩২০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস মজুত রয়েছে। ২০২৩ সাল নাগাদ এই গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাসের ব্যবহার শুরু হবে। এর পাশাপাশি আরও নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের প্রচেষ্টাও অব্যাহত থাকবে।

গত বুধবার আঙ্কারায় এক অনুষ্ঠানে বিরোধপূর্ণ পূর্ব ভূমধ্যসাগরেও তেল-গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখার কথা জানান তুর্কি প্রেসিডেন্ট। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের এ অনুসন্ধান নিয়ে আঙ্কারার সঙ্গে বিবাদে জড়িয়েছে গ্রিস ও ফ্রান্স।

এ নিয়ে পুরো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের উত্তেজনা দেখা দিয়েছে। তবে ইউরোপের চাপ সত্ত্বেও অনুসন্ধান কার্যক্রম থেকে পিছু না হটার ঘোষণা দিয়েছেন এরদোয়ান।


আরো সংবাদ



premium cement