তুর্কি নৌযানে গুলি চালালো গ্রীস
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ আগস্ট ২০২০, ২২:৩৯
গ্রীস আজিয়ান সাগরের রোডস দ্বীপ থেকে বেসামরিক লোকদের বহনকারী একটি তুর্কি নৌযানে গুলি চালিয়েছে বলে জানিয়েছেন তুরস্কের উপকূলরক্ষী বাহিনী কমান্ড।
মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, গুলি চালানোর ফলে নৌযানটি ডুবে যাওয়ায় দু‘জন তুর্কি ও একজন সিরিয় নাগরিক আহত হয়েছেন।
তুরস্কের মুগলা প্রদেশ থেকে ৭.২ নটিক্যাল মাইল দূরে গ্রীক জলসীমায় আক্রমণ করা হয়।
বিবৃতিতে বলা হয়, হামলার পরে চারটি নৌকা ও একটি ডুবুরি টিমসহ জরুরি উদ্ধারকারী দল প্রেরণ করা হয়। তুর্কি উদ্ধারকারী দল আহতদের মারমারিস স্টেট হাসপাতালে নিয়ে গেছে।
তুরস্ক কতৃক ভূমধ্যসাগরে হাইড্রোকার্বনের উৎস অনুসন্ধান কার্যক্রমের কারণে এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। ইয়েনি শাফাক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা