দ. আফ্রিকার উসমানিয়া যুগের মসজিদ সংস্কার করলো তুরস্ক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জুলাই ২০২০, ২৩:৩২
দক্ষিণ আফ্রিকায় উসামানিয়া যুগের একটি মসজিদ সংস্কার করেছে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সাহযোগিতা সংস্থা।
তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকেএ) এক বিবৃতিতে জানায়, নুর আল-হামিদিয়া মসজিদটি ১৩৫ বছর আগে উসমানিয়া সুলতান দ্বিতীয় আবদুল হামিদ এর সময়ে কেপ টাউনে নির্মাণ করা হয়।
মসজিদটি দুই দেশের মধ্যে ঐতিহাসিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে বলে জানায় সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়েছে, মসজিদটি সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এতে ক্যালিগ্রাফি, সোনালী পাতা, আলংকারিক মোটিফ এবং সূচিকর্ম ব্যবহার করা হয়।
মসজিদের ব্যবস্থাপক আবদুর রাফ বাউকস বলেন, টিআইকাএ কেপটাউনে অনেক প্রকল্প চালিয়েছে এবং ঐতিহাসিক মসজিদটির সূক্ষ্মভাবে পুনঃর্নির্মাণ করেছে। ইয়েনি শাফাক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা