তুরস্কে করোনায় দেড় লাখের বেশি সুস্থ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জুন ২০২০, ১৮:৫৪, আপডেট: ১৬ জুন ২০২০, ১৭:৩৯
সারাবিশ্ব যখন করোনায় বিপর্যস্ত তখন করোনা পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তুরস্ক সরকার। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবার পাওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে ৯৪৭ জন করোনারোগী সুস্থ হচ্ছেন। দেশটিতে এখন সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যা এক লাখ ৫২ হাজারের বেশি।
বর্তমানে কোভিড-১৯ থেকে এক লাখ ৫২ হাজার ৩৬৪ জন সুস্থ হয়েছে আর ৭২২ জন সঙ্কটপূর্ণ অবস্থায় রয়েছেন। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে চিকিৎসক ফাহেরেটিন কোকা টুইটার বিবৃতিতে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ নীতি পর্যবেক্ষণ করলে দেখা যায় একটি নির্দিষ্ট অঞ্চলে এর প্রকোপ তীব্র হয়ে থাকে। গতকালের তুলনায়, আজকে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ জন বৃদ্ধি পেয়েছে।
এই মহামারিতে তুরস্কে এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৮২৫ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ১৮ জনের নতুন প্রাণহানির ঘটনা ঘটেছে।
তথ্য অনুযায়ী, তুরস্কে গত সাত দিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে। এখন দৈনিক মৃত্যুর সংখ্যা ২০ জনের কম। আর তুরস্কে কোভিড-১৯'এ মোট আক্রান্ত এক লাখ ৭৯ হাজার ৮৩১ জন ও নতুন আক্রান্ত এক হাজার ৬০০ জন।
সূত্র : ইয়েনি শাফাক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা