ফিলিস্তিনি মুসলিমদের জন্য চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে তুরস্ক
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ মে ২০২০, ২০:০০
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে ফিলিস্তিনিদের জন্য চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে তুরস্ক। পাশাপাশি তুরস্ক অবৈধ ইহুদী রাষ্ট্র ইসরাইলকেও চিকিৎসা সরঞ্জাম দেবে।
জানা গেছে, ১৪ এপ্রিল ফিলিস্তিনের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, ১ লাখ মাস্ক, ৪০ হাজার টেস্ট কিট, ২ টন হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী রয়েছে।
গত ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের প্রায় দেশে ছড়িয়ে পড়ে। এ ভাইরাসটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিশ্বে এ ভাইরাসটির সংক্রমণে এখন পর্যন্ত ২ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ৪২ লাখের বেশি মানুষ। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখের বেশি মানুষ। পুবের কলম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা