কারোনাজয়ী ৯৩ বছরের বৃদ্ধা : একদিন সব ঠিক হয়ে যাবে
- ১৩ এপ্রিল ২০২০, ০৬:১৩
আরো অনেক দেশের মতো তুরস্কেও হানা দিয়েছে করোনাভাইরাস। প্রতিনিয়ত আসছে খারাপ খবর। তবে অনেক খারাপ খবরের মাঝে মন ভাল করে দেওার মত খবরে কেঁপেছে সোশ্যাল মিডিয়া ৷ টানা ১০ দিন করোনার সঙ্গে লড়াই করে যুদ্ধে জয়ী হয়েছেন ৯৩ বছর বয়সী এক বৃদ্ধা ৷ করোনার বিরুদ্ধে লড়াই করে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন আর বাড়ি ফেরার সময়ে নার্সের মাথায় হাত রেখে এলি গুন্ডুজ আশীর্বাদ করেছেন একদিন সব ঠিক হয়ে যাবে ৷
চিকিৎসা বিজ্ঞান বলছে যে ৬০ বছর বা তার উর্ধ্বে কাররো বয়স হলে তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয় ৷ কিন্তু এই ক্ষেত্রে চমৎকার দেখা গেছে ৯৩ বছরে আইসিইউ থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৷ এই ধরনের ঘটনা হাসপাতালের অন্য রোগীদের মনোবল যে কতখানি বাড়িয়ে দেয় সেই বিষয়ে নতুন করে বলার আর অপেক্ষা রাখেনা ৷
এলির হাইারটেনশন ছিল ৷ তাই নিয়েই তার নাতি ৩১ মার্চ ২০২০ হাসপাতালে ভর্তি করেছিলেন তাকে ৷ নাতিকে অবলম্বন করে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময়ে অন্য রোগীদেরও মনোবল বাড়িয়ে দিয়েছিলেন তিনি ৷
সূত্র : নিউজ ১৮
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা