এরদোগানের ঘোষণার পর ইস্তাম্বুলে আসছে মের্কেল-ম্যাক্রন
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ মার্চ ২০২০, ১৭:২৬
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান মঙ্গলবার বলেছেন, অভিবাসী সংকট নিয়ে আলোচনা করতে ১৭ মার্চ ইস্তাম্বুলে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল ও তার ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে বৈঠক করবেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও বৈঠকে অংশ নিতে পারেন বলে জানান এরদোগান।
ব্রাসেলস থেকে ফেরার পর এরদোগান সাংবাদিকদের বলেন, তুরস্ক শরণার্থীদের জন্য ইউরোপ সীমান্ত বন্ধ করবে না। কিন্তু গ্রীসকে অবশ্যই তার সীমান্ত খুলে দিতে হবে।
এরদোগান তার কথার পুনরাবৃত্তি করে বলেন, শরণার্থীদের ইউরোপে প্রবেশের জন্য গ্রীসকে তার সীমান্ত উন্মুক্ত করে দিতে হবে। তুরস্ক এখনো সীমান্ত বন্ধ করার ব্যাপারে ভেবে দেখেনি। ইয়েনি শাফাক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা