আবারো নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি এরদোগানের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ অক্টোবর ২০১৯, ১১:৫৫, আপডেট: ২৫ অক্টোবর ২০১৯, ১১:৫৯
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সংস্কার আনা এখন শুধু প্রয়োজন নয়, এটি অত্যাবশকীয়। বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট বলেন, বর্তমানে নিরাপত্তা পরিষদের যে কাঠামো তা শুধু এর ৫ স্থায়ী সদস্যের দাবি পূরণ করে।
জাতিসঙ্ঘের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে এরদোগান বলেন, জাতিসঙ্ঘকে অবশ্যই আরো নিরপেক্ষ, আরো কার্যকর, স্বচ্ছ এবং আজকের বিশ্বের সকল দাবি পূরণে আরো দক্ষ হতে হবে।
২৪ অক্টোবর বৃহস্পতিবার জাতিসঙ্ঘ দিবস উপলক্ষে দেয়া বাণীতে এরদোগান এসব কথা বলেন। ১৯৪৫ সালের এই দিনে জাতিসঙ্ঘ প্রতিষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, সাধারণ পরিষদে সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব থাকে তাই এটিকে আরো শক্তিশালী করতে হবে।
এর আগেও একাধিকবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের কাঠামো সংস্কারের দাবি করেছিলেন। নিরাপত্তা পরিষদের নিয়ম অনুযায়ী ৫টি সদস্য রাষ্ট্রের কোন একটি কোন প্রস্তাবের বিরোধীতা করলে সেই প্রস্তাব পাস হয় না। এরদোগান মনে করেন, এর ফলে ওই ৫ দেশ নিজেদের মতামত সারা বিশ্বের ওপর চাপিয়ে দিতে পারে। সেই পাঁচ দেশ হচ্ছে- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন।
এছাড়া এই ৫ দেশের বেশি ক্ষমতা থাকার কারণে সাধারণ সদস্য রাষ্ট্রগুলোরও বিষয়গুলো অনেক সময় উপেক্ষিত থাকে।
এর আগে এক বক্তৃতায় মুসলিম বিশ্ব থেকে নিরাপত্তা পরিষদে অন্তত একটি স্থায়ী সদস্য থাকার দাবিও করেছিলেন এরদোগান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা