সিরিয়া থেকে তুরস্কে রকেট হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জুলাই ২০১৯, ১৬:৫৪
সিরীয় ভূখণ্ড থেকে তুরস্কে রকেট হামলা চালিয়েছে কুর্দিদের সশস্ত্র সংগঠন পিপলস প্রটেকশন ইউনিট(ওয়াইপিজি)। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশর একটি বাড়িতে আঘাত হাতে রকেট।
কুর্দি সশস্ত্র গোষ্ঠির বিরুদ্ধে অনেকদিন ধরেই লড়াই করছে তুরস্ক। আর এই গোষ্ঠিটি চাইছে তুরস্ককে অস্থিতিশীল করতে। প্রায়ই তারা তুরস্কে সন্ত্রাসী কার্যক্রম চালায়। সোমবার সন্ধ্যার ওই রকেট হামলায় ছয় বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে বলেছে, এই হামলার জবাব তুকি বাহিনী সিরীয় ভূখণ্ডে কুর্দিদের সাতটি স্থাপনা গুড়িয়ে দিয়েছে।
কুর্দিরা পৃথক কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইরাক, সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী এলাকায় তৎপরতা চালাচ্ছে। এই গোষ্ঠিকে যুক্তরাষ্ট্র সমর্থন ও সহযোগিতা দিচ্ছে বলে অভিযোগ তুরস্কের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা