ইস্তাম্বুলে পুনঃনির্বাচনে বিরোধী দলীয় প্রার্থীর জয়
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জুন ২০১৯, ১৬:২৩
তুরস্কের ইস্তাম্বুল নগরীর মেয়র পদে গতকাল রোববারের পুনঃনির্বাচনে বিরোধী দলের প্রার্থী ইকরাম ইমামোগলু ৫৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তুর্কি ইংরেজি দৈনিক ইয়ানি শাফাকের খবরে জানা গেছে, ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির মেয়রপ্রার্থী বিনালি ইলদিরিম পরাজয় মেনে নিয়ে ইকরামকে অভিনন্দন জানিয়েছেন।
বেসরকারি ফলাফলে দেখা গেছে, রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থী ইকরাম ৫৩ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়েছেন। আর দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের ঘনিষ্ঠ মিত্র বিনালি ইলদিরিম পেয়েছেন ৪৫ দশমিক ৩৭ শতাংশ ভোট।
পুনঃনির্বাচনে ৯৬ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছে। বিনালি ইলদিরিম জানিয়েছেন, নির্বাচনের ফল অনুসারে আমার প্রতিদ্বন্দ্বী ইকরাম এগিয়ে রয়েছেন। তাকে শুভেচ্ছা জানাচ্ছি।
এর আগে এ বছরের ৩০ মার্চ ইস্তাম্বুল সহ সারা দেশ স্থানীয় সরকার নির্বাচন হলেও ইস্তাম্বুলের নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছিল ক্ষমতাসিন দল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে নগরীতে পুনঃনির্বাচন দেয় নির্বাচন কমিশন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা