২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বছরের সেরা ছবি

বছরের সেরা ছবি -

চলে গেল আরো একটি বছর। বছরটি কেমন গেল এ নিয়ে নানান হিসাব নিকাশ কষছেন অনেকে। বছরের ভালো মন্দের নানান ঘটনার বিশ্লেষণও চলছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু আয়োজন করেছিল বছরের সেরা ছবি প্রতিযোগীতা। প্রতিযোগীতায় ‘জীবনযাপন’ ক্যাটাগরিতে প্রথম হয়েছে উপরের ছবিটি।

ছবিতে দেখা যাচ্ছে তুষারপাতের মধ্যে লাঠিতে ভর দিয়ে এক বৃদ্ধ কোলে একটি বিড়াল ছানা নিয়ে হাঁটছেন। তার পেছনে দাড়িয়ে আছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ও কর্মীরা। পাশে ধ্বংসস্তুপ। ছবির শিরোনাম ‘আলী দাদু ও তার বিড়াল’। ছবির বর্ণনায় বলা হয়েছে, আগুনে বাড়ি পুড়ে যাওয়ার পর ৮৩ বছর বয়সী আলী মেসে নামের ওই বৃদ্ধ তার প্রিয় বিড়ালটি নিয়ে নিরাপদ স্থানে যাচ্ছেন।

এই ছবিটিকেই ভোট দিয়ে সেরা ছবি নির্বাচিত করেছেন আনাদোলু বার্তা সংস্থার পাঠকরা। সারা বিশ্বের ২ লাখ ২৩ হাজার পাঠক ভোট দিয়েছেন এই প্রতিযোগীতায়।


আরো সংবাদ



premium cement