৪২ হাজার ফুট উচ্চতায় বিমানে শিশুর জন্ম
- ডেইলি সাবাহ
- ১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:২৫, আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৫
মাটি থেকে ১৩ হাজার মিটার(৪২ হাজার ৬৫০ ফুট) উচ্চতায় বিমানে শিশুর জন্ম দিলেন এক নারী। বৃহস্পতিবার তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে পুত্র সন্তানের জন্মদেন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর এক নারী যাত্রী। গ্যাবন থেকে তুরস্কগামী বিমানটি তখন নাইজারের আকাশে ছিল।
মাসুয়াম্বা মিচোওকায়েম্বে(২১) নামের ওই নারী যাত্রী তার স্বামীর সাথে তুরস্কের উদ্দেশ্যে বিমানে চাপেন। বিমানটি উড্ডয়নের ঘণ্টা তিনেক পর তার প্রসব ব্যথা শুরু হয়। বিমানটি তখন ৪২ হাজার ফুট উচ্চতায় নাইজারের আকাশসীমায়। ওই নারীর স্বামী পেশায় চিকিৎসক। প্রসব বেদনা শুরু হওয়ার পর তিনি বিমানবালাদের সহযোগিতা চান। বিমানের পেছনের খালি জায়গায় নিয়ে যাওয়া হয় তাকে।
তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, মা ও শিশুপুত্র দুজনেই ভালো আছে। বিমানটি ইস্তাম্বুলে অবতরণের পর তাদের হাসপাতালে নেয়া হয়েছে। বাবা-মা শিশুটির নাম রেখেছেন বেনেল।
বিমানের পাইলট বলেছেন, আমাদের কেবিন ক্রুদের চেষ্টায় বিষয়টি নিরাপদে সম্পাদিত হয়েছে। আমাদের সৌভাগ্য যে মহিলার স্বামী একজন চিকিৎসক, এটি অনেক কাজে এসেছে’। তিনি জানান, মা ও শিশু দুজনেই সুস্থ্য থাকায় আমাদের জরুরী অবতরণ করতে হয়নি, সঠিক রুটে ইস্তাম্বুলে ফিরতে পেরেছে। তবে তারা প্রস্তুত ছিলেন কোন সমস্যা দেখা দিয়ে যে কোন দেশে জরুরী অবতরণের জন্য।
এক বিমানবালা সাংবাদিকদের বলেন, আমাদের বিমানটি ১৪৪ যাত্রী নিয়ে উড্ডয়ন করেছে, আর অতরণ করলো ১৪৫ যাত্রী নিয়ে। বিষয়টি চমৎকার।
ডেইলি সাবাহ জানিয়েছে, গত ২৮ বছরে তুর্কি এয়ারলাইন্সের বিমানে এটি ষষ্ঠ সন্তান জন্ম দেয়ার ঘটনা। এই এয়ারলাইন্সের ২৮ বছর বয়সী এরকান গেল্ডি নামে এক কর্মী রয়েছেন যার জন্মও এই সংস্থার বিমানে। ১৯৯০ সালে ইজমির থেকে ফ্রাঙ্কফুর্ট যাওয়ার পথে আকাশে তার জন্ম হয়। শিক্ষাজীবন শেষে করে সেই সংস্থায়ই চাকুরি করছেন এরকান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা