২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৪২ হাজার ফুট উচ্চতায় বিমানে শিশুর জন্ম

বিমানের ক্রুদের সাথে নবজাতক - ছবি : সংগ্রহ

মাটি থেকে ১৩ হাজার মিটার(৪২ হাজার ৬৫০ ফুট) উচ্চতায় বিমানে শিশুর জন্ম দিলেন এক নারী। বৃহস্পতিবার তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে পুত্র সন্তানের জন্মদেন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর এক নারী যাত্রী। গ্যাবন থেকে তুরস্কগামী বিমানটি তখন নাইজারের আকাশে ছিল।

মাসুয়াম্বা মিচোওকায়েম্বে(২১) নামের ওই নারী যাত্রী তার স্বামীর সাথে তুরস্কের উদ্দেশ্যে বিমানে চাপেন। বিমানটি উড্ডয়নের ঘণ্টা তিনেক পর তার প্রসব ব্যথা শুরু হয়। বিমানটি তখন ৪২ হাজার ফুট উচ্চতায় নাইজারের আকাশসীমায়। ওই নারীর স্বামী পেশায় চিকিৎসক। প্রসব বেদনা শুরু হওয়ার পর তিনি বিমানবালাদের সহযোগিতা চান। বিমানের পেছনের খালি জায়গায় নিয়ে যাওয়া হয় তাকে।

তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, মা ও শিশুপুত্র দুজনেই ভালো আছে। বিমানটি ইস্তাম্বুলে অবতরণের পর তাদের হাসপাতালে নেয়া হয়েছে। বাবা-মা শিশুটির নাম রেখেছেন বেনেল।

বিমানের পাইলট বলেছেন, আমাদের কেবিন ক্রুদের চেষ্টায় বিষয়টি নিরাপদে সম্পাদিত হয়েছে। আমাদের সৌভাগ্য যে মহিলার স্বামী একজন চিকিৎসক, এটি অনেক কাজে এসেছে’। তিনি জানান, মা ও শিশু দুজনেই সুস্থ্য থাকায় আমাদের জরুরী অবতরণ করতে হয়নি, সঠিক রুটে ইস্তাম্বুলে ফিরতে পেরেছে। তবে তারা প্রস্তুত ছিলেন কোন সমস্যা দেখা দিয়ে যে কোন দেশে জরুরী অবতরণের জন্য।

এক বিমানবালা সাংবাদিকদের বলেন, আমাদের বিমানটি ১৪৪ যাত্রী নিয়ে উড্ডয়ন করেছে, আর অতরণ করলো ১৪৫ যাত্রী নিয়ে। বিষয়টি চমৎকার।

ডেইলি সাবাহ জানিয়েছে, গত ২৮ বছরে তুর্কি এয়ারলাইন্সের বিমানে এটি ষষ্ঠ সন্তান জন্ম দেয়ার ঘটনা। এই এয়ারলাইন্সের ২৮ বছর বয়সী এরকান গেল্ডি নামে এক কর্মী রয়েছেন যার জন্মও এই সংস্থার বিমানে। ১৯৯০ সালে ইজমির থেকে ফ্রাঙ্কফুর্ট যাওয়ার পথে আকাশে তার জন্ম হয়। শিক্ষাজীবন শেষে করে সেই সংস্থায়ই চাকুরি করছেন এরকান।


আরো সংবাদ



premium cement
পাকিস্তানে প্রতিবাদের খবর দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দর্শনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার বাহাদুর শাহ পার্ক : ইতিহাসের নীরব সাক্ষী পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল উগান্ডায় ভূমিধসে ৪০ বাড়ি চাপা, নিহত ১৫ দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে না পারলে কিসের বিপ্লব, প্রশ্ন দেবপ্রিয়ের নৈরাজ্য সৃষ্টি জাতিকে বিপর্যয়ে ঠেলে দেবে

সকল