২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

এরদোগানের হাত ধরে তুরস্কের রাজনীতিতে সাবেক ফুটবল তারকা ওজিল

মেসুত ওজিল ও প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান - ছবি - সংগৃহীত

ফুটবল মাঠ থেকে বিদায় নেয়ার পর এবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের হাত ধরে রাজনীতির মাঠে আবির্ভূত হয়েছেন জার্মান বংশোদ্ভুত ২০১৪ বিশ্বকাপ জয়ী ফুটবলার মেজুত ওজিল।

রোববার (২৩ ফেব্রুয়ারি) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) দলের সদস্য নির্বাচিত হয়েছেন ওজিল।

জার্মান জাতীয় দল এবং ইউরোপীয় প্রসিদ্ধ ক্লাব রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক তারকা মেসুত ওজিল ২০২৩ সালে ফুটবল অঙ্গন থেকে অবসর নেন।

ওজিল রোববার আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন। এ কাউন্সিলেই ২০০২ সাল থেকে তুরস্ক শাসনকারী রক্ষণশীল দল একেপির প্রধান হিসেবে নবমবারের মতো পুনঃনির্বাচিত হয়েছেন এরদোগান।

তুরস্কের ইস্তাম্বুলে ওজিল তার ক্লাব ক্যারিয়ার শেষ করেন। তিনি দীর্ঘদিন ধরেই এরদোগানের সমর্থক ছিলেন। ২০১৯ সালে তিনি সাবেক ‘মিস তুরস্ক’ আমিন গুলসকে বিয়ে করেন। এরদোগান তার ‘বেস্ট ম্যান’ বা ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে এ বিয়েতে উপস্থিত ছিলেন।

জার্মানির সাবেক ফুটবল তারকা তুর্কি বংশোদ্ভূত ইলকে গুয়েন্দোগানের সাথে ওজিল ও এরদোগানের একটি ছবি বিতর্কের জন্ম দেয়। সে সময় বার্লিন এরদোগানকে দমনমূলক মনোভাবের জন্য অভিযুক্ত করে। অপরদিকে জার্মান কট্টর ডানপন্থীরা ওজিলের সমালোচনা করে।

ওজিলকে আগে জার্মানির বহুত্ববাদী সংস্কৃতির প্রতীক হিসেবে দেখা হতো। কিন্তু জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগে তিনি জার্মান জাতীয় দল থেকে সরে আসেন।

সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement
নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয় : আমীর খসরু শুরুর ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৪২০ অভিবাসী আটক ড. ইউনূসকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ বৈষম্যবিরোধীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার হাসিনা নাগরিক সমাজ দমনে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে : জাতিসঙ্ঘ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে : মিজা ফখরুল বিএনপি ছাড়া জনগণের হাতে কোনো বিকল্প নেই : খন্দকার মোশাররফ চাঁদাবাজি বন্ধে শ্রমিকদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা সরকারের সকল দফতরে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত ভোলায় ভুয়া এনএসআইকে ধরলো আসল এনএসআই

সকল