তুরস্কে হাসপাতালে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত : পাইলটসহ নিহত ৪
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ ডিসেম্বর ২০২৪, ২১:২৭
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ চার আরোহীর সবাই নিহত হয়েছেন।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, আজ (রোববার) সকাল ১০টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্সটি আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করার সময় হাসপাতাল ভবনের উপরের তলায় ধাক্কা খায়। আঘাতের পর হেলিকপ্টারটি পাশের খালি জায়গায় আছতে পড়ে। এতে দুই পাইলট, একজন চিকিৎসক এবং আরেক চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।
মুগলার আঞ্চলিক গভর্নর ইদরিস আকবিয়িক সাংবাদিকদের বলেছেন, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত হানে। পরে সেটি মাটিতে আছড়ে পড়ে। তবে এই ঘটনায় ভবনের ভেতরে কিংবা হাসপাতাল চত্বরে থাকা কেউই হতাহত হননি।
ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি হাসপাতালের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় বলে ডেইলি সাবার রিপোর্টে বলা হয়েছে।
দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, হাসপাতাল ভবনের পাশে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সময় ঘটনাস্থলে কয়েকটি অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যদের দেখা যায়।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দুই পাইলট, একজন ডাক্তার এবং একজন স্বাস্থ্যসেবা কর্মীর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা