১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

শুধু হোটেল না, থাকার জন্য ভাড়া নেয়া যেত পুরো দেশ

- ছবি : সংগৃহীত

বাড়ি, গাড়ি, এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, ফ্রিজের মতো দৈনন্দিন জিনিসপত্রও আজকাল ভাড়ায় পাওয়া যায়। কিন্তু জানা আছে কি, কয়েক বছর আগে পর্যন্ত একটি আস্ত দেশ ভাড়ায় পাওয়া যেত?

কথা হচ্ছে লিখটেনস্টাইনকে নিয়ে। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝে অবস্থিত ইউরোপের ছোট্ট দেশটি ২০১১ পর্যন্ত রাত্রিযাপনের জন্য ভাড়ায় পাওয়া যেত।

অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্যি। কিন্তু পরে সেই নিয়ম বদলে যায়। তবে ২০১১ সাল পর্যন্ত মাত্র ৪০ হাজার জনসংখ্যার সেই দেশ মোটা টাকায় ভাড়া করতে পারতেন যে কেউ।

মাত্র এক রাতের জন্য পুরো লিখটেনস্টাইন ভাড়া করা যেতে প্রায় ৮৪ লাখ টাকায়।

এই অকল্পনীয় অভিজ্ঞতাকে সম্ভব করার জন্য লিখটেনস্টাইনকে জনপ্রিয় ‘হোমস্টে’ বুকিং সংস্থা এয়ারবিএনবিতে তালিকাভুক্ত করা হয়েছিল। একটি বিপণন এবং প্রযোজনা সংস্থার সহযোগিতায় পুরো দেশটি ভাড়া দেয়া হতো।

তবে লিখটেনস্টাইন ভাড়া করা সাধারণ ব্যাপার ছিল না। যখন কেউ দেশটি ভাড়া করতেন, তখন স্থানীয় প্রশাসনের তরফে অতিথির জন্য এলাহি আয়োজন করা হতো। দেশ জুড়ে উৎসব শুরু হতো। অতিথির রাস্তা চিনতে যাতে অসুবিধা না হয়, তাই রাস্তার ধারে বড় বড় পোস্টার লাগানো হতো।

ঐতিহাসিক দুর্গসহ অতিথিদের দেশটির এমন সব জায়গায় প্রবেশাধিকার দেয়া হতো, যেখানে সাধারণ মানুষকে ঢুকতে দেয়া হতো না।

কেউ দেশটি ভাড়া করলে লিখটেনস্টাইনের রাজা ব্যক্তিগতভাবে তার হাতে দেশের চাবি হস্তান্তর করতেন। রাজার তরফেও অতিথিদের জন্য থাকত বিশেষ ব্যবস্থা। ব্যক্তিগত অনুষ্ঠানের পাশাপাশি আল্পস পর্বতের ওপর আতশবাজির প্রদর্শনের আয়োজন করা হতো। রাজা নিজেও অতিথি আপ্যায়নের জন্য এসব অনুষ্ঠানে উপস্থিত থাকতেন।

বিখ্যাত র‌্যাপ গায়ক স্নুপ ডগ একবার একটি মিউজিক ভিডিওর জন্য ক্ষুদ্র সেই দেশটি ভাড়া নিতে চেয়েছিলেন। কিন্তু দেরি করে বুকিং করার জন্য তার আবেদন খারিজ করা হয়।

অনন্য সুযোগটি স্বপ্নের মতো মনে হলেও দুর্ভাগ্যবশত ২০১১ সালের পর থেকে লিখটেনস্টাইন দেশটি ভাড়া দেয়া বন্ধ হয়ে গেছে।

লিখটেনস্টাইন একটি আধা-সাংবিধানিক রাজতন্ত্র, যার নেতৃত্বে বর্তমানে রয়েছেন যুবরাজ দ্বিতীয় হান্স-অ্যাডাম। এটি ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ।

মাত্র ১৬০ বর্গ কিলোমিটারের দেশটির জনসংখ্যা ৪০ হাজারের থেকে কিছু বেশি। লিখটেনস্টাইন এমন একটি দেশ, যার কোনো ঋণ নেই।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement