২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঘুম

-

আব্বার অনুশাসনের মধ্য দিয়ে আমার বেড়ে ওঠা। শৈশবের শুরু থেকে আজ এই তরুণবেলা অবধি আব্বা আমাকে তার কড়া নজরদারিতে রেখে আসছেন। যদিও শুধু একতরফা শাসন নয়, আমার জন্য তার বুকের যত আদর-মমতা, সব ঢেলে দিতেও দ্বিধা করেন না।
তবুও বলবÑ আব্বার আদর-শাসনকে তুলনা করতে গেলে শাসনের পাল্লাটাই ভারী হবে। অবশ্য শাসনের পাল্লা ভারী হওয়ার নানান কারণও আছে। অনেকটা ডানপিটে ছেলে আমি। পড়ালেখায় কখনো মন নেই। বনবাদাড়ে ঘুরে বেড়ানোর দারুণ রেকর্ড আছে আমার। তবে আজকাল ফেসবুকের নেশাটাও কম না। বিভিন্ন কারণে ফেসবুকে ম্যালা টাইম দিতে হয় আমায়। বেশ কয়েকজন ভালো বন্ধুও জুটেছে এখানে। এসব ভালো বন্ধুর মধ্যে একজন হলেন আতিক সাহেব।
ভদ্রলোক ফেসবুকে দারুণ কেয়ার করেন আমাকে। যখন যা পোস্ট করি, লাইক দেন। ইনবক্সেও মেসেজ পাঠান। শরীরের সেবা যতœ নেয়ার বেশ তাগিদ দেন। বুঝতে পারলাম আতিক সাহেব নামের এই ভদ্রলোক আমার একজন শুভাকাক্সক্ষী।
২.
ফেসবুকের নেশায় দিন দিন আসক্ত হয়ে উঠি। টাইম টেবিল ভুলে গিয়ে এখানে সময় দেয়াতে বিরক্ত হই না। আব্বা আমার ফেসবুকে ডুবে থাকার বাতিক দেখে প্রতিবাদ করেন। মোবাইল ছুড়ে ফেলার হুমকি দেন। আমি মোবাইল হেফাজতে রাখি। মোবাইল ছাড়া আমি কতখানি অচল, সে আমি ভালো জানি।
পড়তে বসলেও ফেসবুকে চোখ রাখাটা আমার চাই-ই চাই। কিন্তু সেটা চুরি করে। কারণ পড়া ফাঁকি দিয়ে ফেসবুকে সময় দেই, এই অন্যায় আব্বা মানতেই পারেন না। তাই পড়তে বসে টেবিলের নিচে মোবাইল রেখে কৌশল করে ফেসবুক চালাই।
আজ শুক্রবার। আব্বার অফিস নেই। আব্বা হুকুম দিলেন আজ রাত ১২টা পর্যন্ত পড়তে হবে। ভীতু আমি আব্বার হুকুম পালন করতে পড়ার টেবিলে বসি। কিন্তু ফেসবুক চালানোর জন্য মন কুতকুত করছে। আশপাশে তাকালাম। না আব্বা কোথাও নেই। সম্ভবত নিজের ঘরে অফিসের ফাইল ফটো ঘাঁটছেন। এই সুযোগে আমি মোবাইলটা বের করে টেবিলের নিচে রেখে ফেসবুকে ঢুকতেই আতিক সাহেব নক করলেন।
‘হাই রঞ্জু, কী করছ?’
‘বসে আছি। আপনি?’
‘কিছু করছি না।’
‘ও আচ্ছা।’
‘এই সময়ে ফেসবুকে কেন তুমি? পড়তে বসো না?’
‘পড়ালেখা ভালো লাগে না একদম।’
‘হায় হায়! কী বলো!’
‘জি।’
হঠাৎ পাশের ঘর থেকে আব্বার আগমনের আভাস পেলাম। ফেসবুকে দেখলে আব্বা আমাকে এখন মাইর দেবেন। তাই ঘুমের ভান শুরু করেছি। আমি পড়তে পড়তে ঘুমিয়ে গেছি ভেবে আব্বা নিশ্চয়ই আমাকে বিছানায় যাওয়ার তাগিদ দেবেন। যদি তাই হয়, তাহলে তো রাতভর ফেসবুক আর ফেসবুক।
আব্বা আসছেন। আমি পাঠ্যবইয়ে মাথা হেলে দিয়ে কপালের উপরের বড় চুলগুলো চোখে মুখে ঢেকে দিয়ে ঘুমের ভান শুরু করলাম। হালকা নাক ডাকতেও থাকলাম।
আব্বা কাছে এলেন। আমার চোখ মুখ থেকে বড় চুলগুলো সরালেন। ছোট্ট করে বললেন, ‘কী ব্যাপার রঞ্জু, ঘুমিয়ে গেলে?’
জেগে ওঠার ভান করে ঘুম ঘুম চোখে বললাম, ‘হ্যাঁ বাবা। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম।’
আমি ধরেই নিয়েছি আব্বা আমাকে বলবেন, ‘তাহলে যাও বাবা, বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। আজ আর পড়ার দরকার নেই।’
তা না করে আব্বা ঠাস করে এক চড় মারলেন আমাকে।
‘আব্বা, আমার অপরাধ?’
‘ঘুমের ভান করছিস, এটাই তোর অপরাধ?’
‘ভান? না না। আমি সত্যিই ঘুমিয়ে পড়েছি।’
‘একটু আগে না তোকে অনলাইনে দেখলাম?’
‘না তো।’
‘আবার মিথ্যে? আমার সাথে না একটু আগে চ্যাট করলি?’
‘মানে?’
‘শোন। আতিক আইডিটা আমার ফেইক আইডি।’
‘কী বলছ!’
‘হ্যাঁ। চালাকি সবার সাথে সাজে না।’
বলেই আব্বা ঠাস করে আমাকে আরেকটি চড় মারলেন। আতিক সাহেব! মানে ‘আতিক’ আইডিটি আব্বার ফেক আইডি! হ


আরো সংবাদ



premium cement
সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ব্যাংক খাত সংস্কারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সোমবার ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর ব্রাজিল সফরকালে ইউক্রেনে শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শি’র রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে টিসিবির পুরনো তালিকা, সাধারণ মানুষের ক্ষোভ যুক্তরাজ্যের প্রায় আড়াই শ’ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছে : এইচএসবিসি আবারো বাড়ল স্বর্ণের দাম

সকল