২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

মফিজনামা

-


আমি মফিজ কেউ বা ডাকে মামা
বইয়ের নামটি দিলাম মফিজনামা
আমি মফিজ কেউ বা ডাকে কাকা
নতুন বইয়ের মোড়ক খুলি ঢাকা।

আমি মফিজ কেউ বা ডাকে ভাই
পড়লে দেখেন মফিজ ছাড়া
চরিত্র আর নাই।

আমি মফিজ কেউ বা ডাকে খালু
বইটি আমার পড়ে লালু, কালু
আমি মফিজ কেউ বা ডাকে ফুপা
গল্পে পাগল পাশের বাড়ির রূপা।

ভিলেন থেকে নায়ক হতে চাই,
উপন্যাসে সেটাও পাবেন
বলছি আগে তাই।

কেউ বা বলে মফিজ খান
পড়ব যখন কথা দিলাম
বইটা দিয়ে যান।

বইমেলাতে ঘোষণা দিই
টিভির ক্যামেরায়
সৌজন্য এই কপি চেয়ে
লজ্জা দিলেন হায়!

 


আরো সংবাদ



premium cement