২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঠাণ্ডা পানি দিয়ে

-

সাতসকালে বউটি আমার
শর্ত দিলো দুটো
করবে পূরণ একটি ঠিকই
চলবে নাকো ছুতো।

শর্ত প্রথম কোনটা জানেন
বলছি শুনুন তবে
গরম পানি ছাড়াই শীতে
করতে গোসল হবে।

শর্ত শুনেই শরীর কাঁপে
গোসল পরের কথা
স্বামীর সাথে এই আচরণ
কেমন মানবতা।

এবার বলি শর্ত পরের
করতে শপিং তাকে
যা চাবে তাই দিতে হবে
কাজের ফাঁকে ফাঁকে।

শর্ত পরের শুনেই আমি
শরীরখানি ঝেড়ে-
ঠাণ্ডা পানি দিয়ে ঠিকই
গোসল নিলাম সেরে।

 


আরো সংবাদ



premium cement