চাবুক
- মু. আ. মজিদ
- ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
একটা চাবুক চাই
চাবকে ওদের পিঠের চামড়া তুলে নিতে
আমার একটা চাবুক চাই।
অশরীরী চাবুক
দেখবে না, পাবে না তাকে কেউ কবে
হাতের রেখায় লুকানো রবে।
ইঙ্গিতে হানবে আচমকা আঘাত
পাপে মত্ত পাপীর’ পরে
ঢালবে সিডরের প্রলয়,
জলোচ্ছ্বাসের নিমর্মতা।
সন্ত্রাসী রবে সদা চাবুক-সন্ত্রাসে।
অপ্রতিরোধ্য এমন একটা চাবুক আমার চাই।
ওরা চৌকশ নাদুস- নুদুস
মোহিনী মোহন খোলসে ঢাকা
দারুণ ভালোমানুষ
সমাজপতি দরদি নেতা।
মুখে মধুর বুলি, চোখে মায়াকান্না।
ওরা চাপাবাজ
কথা বেশি কম কাজ
প্রতিশ্রুতির জাবর কাটে,
ওরা শপথ গড়ে শপথ ভাঙে
গণসমস্যার সমাধান নাই
করে শুধু ধানাই পানাই
ওরা জানে না যে ওরা জানে না
ওরা বোঝে না যা অন্যেরা বোঝে
এক বিস্ময়কর গণ্ডমূর্খ।
প্রতারকদের চাবকে পিঠের
চামড়া তুলে নিতে
আমার একটা চাবুক চাই।
শান্তি-প্রগতি-নিরাপত্তা হাতের মুঠোয়
বিলায় সমাজ ও বিশ্বে
যেথায় যখন যেমন ইচ্ছে।
ফলায় মোড়লগিরি
আকাশে পাঠায় শান্তি মিশন
সমুদ্রে রণতরী।
যাদের দুমুখো নীতির ফসল
লাশের মিছিল দেশে দেশে
বঞ্চিত মানুষ, লাঞ্ছিত মানবতা
মানুষের দুশমন শক্তিধর এ বিশ্বমোড়লের
চাবকে পিঠের চামড়া তুলে নিতে
আমার একটা চাবুক চাই।