২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভ্যালেন্টাইন

-

প্রেম মানে না গরিব ধনী
তুমি আমার নয়ন মণি
নাই রে প্রেমের কোনো আইন,
তোমার হাসি বাংলাদেশী
ডিগ্রি তোমার চাই না বেশি
পাস করেছ এইট নাইন।

সবাই যদি বামে থাকে
দূরে ঠেলে দেবেই কাকে
তুমি আমার থাকো ডাইন,
খেলি প্রেমের দাবা
মামলা করুক তোমার বাবা
দেবো না হয় ফাইন!

সূর্য জ্বলে মিটি মিটি
আজকে দিলাম একটি চিঠি
একটি গোলাপ একটি লাইন,
কাশির চেয়ে ভালো হাসি
জানে জানুক জগতবাসী
আমি ভ্যালেন তুুমি টাইন।


আরো সংবাদ



premium cement