২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাজিমাত

-

করতে বিয়ে শর্ত ছেলের মেয়ে দেখার আগে
মুখের চেয়েও হাতটা যেন ফর্সা বেশি লাগে
কারণ সবাই মেকআপ করে পার্লারেতে গিয়ে
যায় না চেনা কেমন মেয়ে করছে ছেলে বিয়ে!

মুখটা সাদা হলেও ঠিকই হাতটা থাকে কালো
হাত যদি তার ফর্সা থাকে দেখতে হবে ভালো
হোক না কালো মেয়ে তাতে সমস্যা নাই মোটে
সব ছেলেদের কপালে কি দুধে আলতা জোটে?

খুঁজল ঘটক তেমন মেয়ে করল সময় পার
মাসের পরে বছর গেল পায় না খুঁজে আর
বুদ্ধি করে আনল ঘটক একটি মেয়ের খোঁজ
খেলাপড়ায় অনেক ভালো কলেজে যায় রোজ।

শর্ত পূরণ পাশাপাশি শিক্ষিত বউ পেয়ে
করল বিয়ে ছেলে এবার অনেক নেচে গেয়ে
কিন্তু আসল বিপত্তিটা বাধল গভীর রাতে
যখন ছেলে হাত রেখেছে নববধূর হাতে।

মুখের চেয়ে ফর্সা বেশি হাত দুটি ঠিক তার
মেকআপ করেও যায়নি ঢাকা মোটেও সেটা আর
ফর্সা সে নয় শ্বেতী রোগে সাদা যে তার হাতÑ
ঘটক মশাই অবশেষে করল বাজিমাত!


আরো সংবাদ



premium cement