২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গুণী মেয়ে

-

ঠিক হয়েছে দিন ও তারিখ
কেনাকাটাও শেষ
বলছে সবাই মুখে মেয়ে
দেখতে নাকি বেশ!

কিন্তু ছেলের হয়নি দেখা
একটিবারও তাকে
লাজুক ছেলে ছবি দেখে
চুপটি করে থাকে।

বাজলো সানাই ঘটা করেই
খুশি প্রতিজনে
মেয়ের হাসি দেখে ছেলের
ধরেছে বেশ মনে।

হাসিখুশি কাটলো বাসর
উঠল সকাল বেলা
গোসল শেষে মেয়ে দেখেই
শুরু আসল খেলা।

সুন্দরী বউ ক্যামনে হলো
হঠাৎ করে কালোÑ
বলল সবাই গুণী মেয়ে
মেকআপ করে ভালো!


আরো সংবাদ



premium cement