২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাজার গরম

-


ঠাণ্ডা লাগে উ-হু-হু-হু!
উপায় খুঁজি মুহুর্মুহু
কোথায় বলো পালাই?
শীতের চোটে হাড্ডি কাঁপে
উষ্ণতা পাই একটু তাপে
নিত্যি আগুন জ্বালাই।

শীতের পোশাক গতর ভরা
যায় না অত নড়াচড়া
হায়রে একি ফাঁপর!
দোকান থেকে কিনে আনি
মেলে যেন গরমখানি
শীতের দামি কাপড়।

নিম্ন এখন সবই বোঝে
আমার কথার মানে খোঁজে
বোঝে মেজাজ চরম,
সব ঝামেলা সাঙ্গ করে
বাজারে যাই লাইন ধরে
শীতেও বাজার গরম।


আরো সংবাদ



premium cement