রোবট
- সোহেল রানা
- ১৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০
গৃহস্থালির কাজ অথবা কোনো শপিং মলে
পড়বে চোখে ভিন দেশেতে একটু যাওয়া হলে।
কিংবা কোনো খাবার দোকান চীন জাপানের মতো
দেশগুলোতে পরিবেশন করছে অবিরত।
দেশ ছেড়ে কেউ গেলে সেথায় পড়বে সবার চোখে
বলছি আমি যার কথাÑ কি জানে দেশের লোকে?
বুঝতে যদি না পারে কেউ, বলছি খুলে আমি
এই কথাটা খাট্টি এবং অনেক বেশি দামি।
ঠিক আছে ভাই বলুন দেখি খাট্টি কথাখানি
সেই কথাটার দামও এবার আমরা সবাই জানি।
ঠিক যদি হয় দামি কথা বলছি কসম কেটে
কান ধরে আজ মাইলখানেক দেখাব যে হেঁটে।
বলছি শুনুন তার কথা আজ ‘রোবট’ বলে যাকে
কাজ কারে কয়? বিদেশ গেলেই দেখতে পাবেন তাকে।
এই না হলে দামি কথা! যায় না কেনা টাকায়
বিদেশে নয় রোবটে আজ দিচ্ছে খাবার ঢাকায়!