২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দাদার একাল সেকাল

-


সেকালেতে দাদাবাবুর
ওজন ছিল কম
এখন দাদা নাদুশ-নুদুশ
লোকে বলে ভম।

সেকালেতে বাতাস হলেই
নড়তো দাদার দেহ
এখন দাদার নড়ছে ভুঁড়ি
টের পেয়েছো কেহ?

সেকালেতে চশমা ছাড়া
দেখতো দাদা চোখে
এখন দাদা কম দেখে তাই
কানা বলে লোকে।

সেকালেতে কানে দাদা
শুনতো আহা বেশ
একালেতে দাদা বাবুর
কান হয়েছে শেষ।

সেকালেতে দাঁতগুলো তার
ঝিলিক দিতো রাতে
এখন দাদার হয়েছে লাল
রঙ মাখানো তাতে।

দাদা বাবুর সেকালটা বেশ
ছিল অনেক সাদা
একালেতে রঙিন হয়ে
বড্ড খুশি দাদা!


আরো সংবাদ



premium cement