২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঘুম কাতুরে দাদা

-

ঘুমের কথা শুনলে দাদা
মিটমিটিয়ে হাসে
কাজের ফাঁকে চোখ বোজে আর
তাকায় আশেপাশে।

অনেক কিছুই প্রিয় দাদার
ঘুমের চেয়ে কম
নাকটা জোরে ডাকতো দাদা
ফেলে যে তার দম।

যতই থাকুক চাপটা কাজের
ঘুমটা এলেই শেষ
সুযোগ পেলেই চেয়ারেতে
ঘুমাতো সে বেশ।

ব্যাঙ ডাকারই মতো করে
ডাকতো দাদা নাক
ভুঁড়ির চাপে শব্দ বেশি
মুখটা করে ফাঁক।

কখন দাদার ঘুম এসে যায়
আচমকা সব ঘটে-
সবার প্রিয় দাদা বাবু
ঘুম কাতুরে বটে!


আরো সংবাদ



premium cement